Press "Enter" to skip to content

গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে চিকিৎসাধীন ‘মহাগুরু’

মিঠুন চক্রবর্তী। প্রতীকী ছবি

কলকাতা: বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে শুটিং ফ্লোরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এ দিন তাঁর ব্রেন স্ট্রোক হয়। তবে হাসপাতালের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, এ দিন সকালে একটি ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন মিঠুন। অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং করছিলেন তিনি। শুটিং চলাকালীনই ফ্লোরের মধ্যে অসুস্থ বোধ করেন। সেখানেই বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সকাল ১০টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা, তারপরই তাঁকে কলকাতার বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, ৭৩ বছরের অভিনেতার এমআরআই করা হচ্ছে। আরও বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। সেই টিমে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সব পরীক্ষার রিপোর্ট দেখে তবেই পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, অভিনেতার বুকে ব্যথা আছে। এছাড়া শরীরের একদিক দুর্বল হয়ে পড়েছে তাঁর। এদিন তিনি তাঁর নিজের গাড়ি করেই হাসপাতালে আসেন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।

প্রসঙ্গত, শেষ কয়েক বছর ধরে রাজনীতিতেও তাঁকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে মিঠুনকে। বিজেপির সঙ্গে যুক্ত তিনি। যদিও অভিনয়ে কোনো বিরতি ঘটেনি। এর আগে অভিনেতাকে শেষবার কাবুলিওয়ালা ছবিতে দেখা গিয়েছিল। সুমন ঘোষ পরিচালিত সেই ছবিতে রহমতের চরিত্রে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এখন করছেন ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *