Press "Enter" to skip to content

দুর্গাপুরে ‘দ্য সবরমতি রিপোর্ট’ দেখতে দলীয় কর্মীদের আহ্বান বিজেপির

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর: আজ, শুক্রবার দুর্গাপুরে বিজেপির তরফে ‘দ্য সবরমতি রিপোর্ট’ ছবিটি দেখার আহ্বান জানানো হয়েছে দলীয় কর্মী-সমর্থকদের। দুপুর ২টো থেকে সিটি সেন্টার এসএসআর সিনেমা হলে (স্মার্ট বাজারের পাশে) এই ছবি দেখার কথা জানানো হয়েছে।

দলীয় নেতৃত্বের বক্তব্য, গোধরা কাণ্ডের আসল সত্য জনমানসে উন্মোচনের উদ্দেশেই এই আহ্বান। কর্মীদের দুপুর ১টা ৪৫ মিনিটের মধ্যে সিটি সেন্টার স্মার্ট বাজারের সামনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এই সিনেমাটি গোধরা কাণ্ডের সত্য সাহসিকতার সঙ্গে প্রকাশ করেছে। মর্মান্তিক ঘটনাটি কী ভাবে ঘটেছিল, তা সিনেমাটিতে স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, আক্রান্তদের প্রতি শ্রদ্ধাও জানানো হয়েছে। সকলকে অনুরোধ করছি, সিনেমাটি দেখুন এবং গোধরায় ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনার প্রকৃত সত্য জানতে সাহায্য করুন।”

ছবিটি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বহুচর্চিত সেই গোধরা কাণ্ড নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝে এই ছবি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত ঘটিয়েছে।

গত ১৫ নভেম্বর এই ছবি সারা দেশে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরা, প্রমুখ।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *