Home / বিনোদন / বেটিং কেলেঙ্কারিতে ইডির জেরা, দিল্লি দফতরে হাজিরা দিলেন অঙ্কুশ হাজরা

বেটিং কেলেঙ্কারিতে ইডির জেরা, দিল্লি দফতরে হাজিরা দিলেন অঙ্কুশ হাজরা

কোলফিল্ড টাইমস: বেটিং কেলেঙ্কারির তদন্তে মঙ্গলবার দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সোমবার একই মামলায় হাজিরা দিয়েছিলেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এর আগে অঙ্কুশের কাছেই প্রথম সমন পাঠিয়েছিল ইডি।

মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার সময়ে তাঁকে ঢুকতে দেখা যায় ইডি দফতরে। সাদা শার্ট ও জিন্‌স পরিহিত অঙ্কুশের হাতে ছিল বেশ কয়েকটি নথিপত্রে ভরা একটি ফাইল। তবে জেরা শেষে সংবাদমাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। ফোনেও সাড়া দেননি। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ঐন্দ্রিলা সেন জানান, “এখনই বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। আমাদের একটু সময় দিন। সহযোগিতা করুন। সঠিক সময়ে নিশ্চয়ই আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলব।”

ইডি সূত্রে খবর, বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে অঙ্কুশের চুক্তি, পারিশ্রমিক ও মেয়াদ নিয়ে বিস্তারিত প্রশ্ন করা হতে পারে। পাশাপাশি, অ্যাপ সংক্রান্ত যাবতীয় তথ্য-প্রমাণ দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

প্রসঙ্গত, একই মামলায় মঙ্গলবার দিল্লি ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলারও।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *