শেষ জীবনযুদ্ধে হার মানলেন অভিনেতা ও রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা সাড়ে এগারোটার পর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ১৫ আগস্ট সেখানে ভর্তি হওয়ার পর থেকেই শারীরিক অবস্থা সংকটজনক ছিল। ১৭ আগস্ট থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয় বন্দ্যোপাধ্যায়ের। বিনোদন জগতের প্রতি টান থেকেই অভিনয়ে আসা। দেবশ্রী রায়ের সঙ্গে অপরূপা ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তাঁর কেরিয়ার। চপার এবং অঞ্জন চৌধুরীর হীরক জয়ন্তী তাঁকে এনে দেয় বিশেষ খ্যাতি। চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর জুটিও দর্শকমহলে সমাদৃত হয়। নাগমোতি, মিলন তিথি, আমরা—এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি।
তবে দীর্ঘদিন চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে গিয়ে রাজনীতিতে সক্রিয় হন জয়। ২০১৪ ও ২০১৯ সালে যথাক্রমে বীরভূম ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন। যদিও সাফল্য আসেনি। ২০২১ সালের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
অভিনেতা-রাজনীতিক জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড এবং রাজনৈতিক মহল।