অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, কাঁকসা (দুর্গাপুর ) : শ্রমিক বিক্ষোভের জেরে উত্তাল কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকের এক বেসরকারি কারখানার গেটের সামনে।
তৃণমূল শ্রমিক সংগঠনের প্রায় ৭২ জন শ্রমিক সোমবার সকাল ৮টা থেকে ওই বেসরকারি কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন ।
৩০ দিনই কাজ চাই তা না হলে আমরণ অনশনে বসার পাশাপাশি কারখানার গেটে আত্মহত্যা করার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। শ্রমিকদের অধিকাংশই তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ।

শ্রমিকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় কারখানার গেট চত্বরে। শ্রমিকদের অভিযোগ আগেও তারা কাজের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গত বছর ডিসেম্বর থেকে এই বছর ফেব্রুয়ারী পর্যন্ত মাসে ১৫ দিন কাজ দেওয়া হবে । কিন্তু ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাস পার করে এবার এপ্রিল মাসে পড়েছে । কিন্তু এখনও কাজ পাওয়া যায় নি।
ওই শ্রমিকদের অভিযোগ, এখন কারখানা কর্তৃপক্ষ তাঁদের বলছেন, এখনও রোটেশনে অর্থাৎ মাসে ১৫ দিন করে কাজ করতে হবে । ইউনিয়নভুক্ত শ্রমিকদের অভিযোগ, ভিন রাজ্য থেকে শ্রমিক নিয়ে আনা হচ্ছে এবং তাদের লাগাতার ৩০ দিন কাজ করিয়ে মিল চালানো হচ্ছে । কিন্তু এই স্থানীয় শ্রমিকদের ৩০ দিন কাজ দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে এখন নাকি কারখানার অবস্থা খারাপ।
এপ্রিলের প্রথম দিন থেকেই তাই ৩০ দিনের কাজের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভে বসেন । শ্রমিকদের অভিযোগ, এমনিতেই বেতন কম, তার উপরে ১৫ দিন কাজ পেলে সেই টাকায় তাদের সংসার চালাতে সমস্যায় পড়তে হয়। তাই তাঁদের দাবি, কারখানা কর্তৃপক্ষ হয় তাঁদের ৩০ দিন কাজ দেবে, না হলে তাঁদের মৃতদেহ দেখবে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লোকসভা নির্বাচনের আগে শ্রমিকদের এই বিক্ষোভে ভোট বাক্সে তার প্রভাব পড়বে, এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের ।




Be First to Comment