কলকাতা: কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটের পর এবার রাজ্য বাজেটের পালা। বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে গত সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে। এর পর রাজ্য বাজেট পেশ এবং তা নিয়ে আলোচনা হবে বিধানসভায়।
জানা গিয়েছে, মঙ্গলবার বিধানসভায় বাজেট অধিবেশনে হাওড়া পুরসভার সংশোধনী বিল পেশ করা হবে। তার পর তা নিয়ে হবে আলোচনা। বুধবার রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
হাওড়া পুরসভা থেকে বালি পুরসভাকে পৃথক করা নিয়ে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সময়ে বিল পাশ হয়েছিল। কিন্তু তা রাজভবনের অনুমোদন পায়নি। ফলে হাওড়া ও বালির ভোটও আটকে রয়েছে। নতুন করে সেই বিল পাশ করাতে চলেছে রাজ্য সরকার।
সোমবার প্রথামাফিক শোকপ্রস্তাব গ্রহণের পরেই প্রথম দিনের বাজেট অধিবেশন মুলতুবি হয়ে যায়। সম্প্রতি প্রয়াত বিশিষ্টদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোকপ্রস্তাব পাঠ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রসঙ্গত, রাজ্যে একের পর এক জনমুখী প্রকল্প চালাচ্ছে সরকার। ছাত্রছাত্রী থেকে শুরু করে বাড়ির মহিলা, প্রায় সকলের জন্যই কোনও না কোনও প্রকল্প রয়েছে রাজ্যের। তার জন্য বিগত বাজেটগুলিতে বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দও করা হয়েছছে রাজ্যের তরফে। আর এবার সামনেই লোকসভা নির্বাচন। সেক্ষেত্রে তার আগে রাজ্যবাসীর জন্য নতুন কোনও খাতে অর্থ বরাদ্দ হয় কি না, বা অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয় কি না, সেই দিকেও নজর সকলের।
ও দিকে, ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট করেছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বাজেটের ইস্যুতে সুর চড়িয়েছেন। কেন্দ্রকে বিঁধে তিনি বলেছেন, “বাজেটে গরিবদের জন্য একটা কথাও বলেনি কেন্দ্র। ফুড সাবসিডি কমিয়ে দিয়েছে। চাষিদের জন্যও কিছু নেই। আমরা তো মহিলাদের জন্য ৫০ শতাংশ আগেই সংরক্ষণ করে রেখেছি।” এ বার দেখার রাজ্য বাজেটে মমতার সরকার কোন কোন চমক রাখে আমজনতার জন্য।
উল্লেখযোগ্য ভাবে, সম্প্রতি রায়গঞ্জের সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘‘এ বার কিন্তু ওদের বাজেট হবে না। আমাদের হবে। ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট হয় না, ভোট অন অ্যাকাউন্টস হয়। তা-ও দেখবেন মিথ্যে কথা বলবেন। বলবেন আমি চাল দেব, টাকা দেব, আবার ১৫ লক্ষ টাকা করেও দেব।’’ তিনি আরও বলেন, ‘‘আরে ভোটের পর তো ওরা চলে যাবে। আমরা থেকে যাব, আমরা সব কিছু দেব। দেওয়াও চালু রয়েছে।’’
Be First to Comment