নতুন কোনো প্রকল্প ঘোষণা করবেন কি মুখ্যমন্ত্রী? সংগৃহীত ছবি
কলকাতা: বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪) বিকেল ৩টেয় বিধানসভায় পেশ করা হবে রাজ্য বাজেট। তার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় তাঁর ঘরে হবে মন্ত্রিসভার বৈঠক।
এ বছর লোকসভা নির্বাচনের কারণে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন হলে সেই নতুন সরকার ফের বাজেট পেশ করবে। সে ক্ষেত্রে রাজ্য সরকারের কাছেও আবার বাজেট পেশ করার সুযোগ থাকছে।
বাজেট পেশ করার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় তাঁর ঘরে হবে মন্ত্রিসভার বৈঠক। সেখানেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়া হবে। তার পর রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করবেন।
ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, জনমুখী বাজেট পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক ঘোষণা থাকতে পারে। ১০০ দিনের বকেয়া টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে আগামীদিনে চমকের ইঙ্গিত দিয়েছিলেন মমতা।
লোকসভা নির্বাচন দোরগোড়ায়। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে এই বাজেটে বড় কোনো চমক কি অপেক্ষা করছে? সেই দিকে তাকিয়ে সব মহল।
একাংশের মতে, মহিলা ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে ভাতা বৃদ্ধি করা হলেও হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তাঁর বাজেটে নারী কেন্দ্রিক প্রকল্পের জোর দিয়েছেন। কন্যাশ্রী, রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার-সহ আরও একাধিক প্রকল্প তিনি এনেছিলেন। এ বারে এমনই নতুন কিছু ঘোষণা করা হয় কি না, সেটাই দেখার।
Be First to Comment