Press "Enter" to skip to content

রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমকে নিলামে অংশ নিতে বেআইনি ভাবে বাধা দেওয়া হয়নি, সাফ জানাল কয়লামন্ত্রক

কয়লা খনি বরাদ্দ নিয়ে তরজা। প্রতীকী ছবি

অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: কয়লা খনির নিলামে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড (WBPDCL)-কে। বিভিন্ন মিডিয়া রিপোর্টে এমনই গুরুতর অভিযোগ উঠেছে। যদিও কয়লামন্ত্রকের তরফ থেকে স্পষ্ট‌তই জানিয়ে দেওয়া হল, এ ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই।

এক বিবৃতিতে কয়লামন্ত্রক বলেছে, “বেশকিছু মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে কয়লা নিলামে অবৈধ ভাবে বাধা দিয়ে একটি কর্পোরেটকে লাভবান করেছে।”

বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে, “অভিযোগ উঠেছে, কয়লামন্ত্রক না কি ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিপিডিসিএল)-কে পশ্চিমবঙ্গ ভিত্তিক কয়লা খনিগুলির নিলামে অংশ নেওয়া থেকে অযোগ্য ঘোষণা করেছে এবং ডব্লিউবিপিডিসিএলকে আগের বরাদ্দপ্রাপ্ত হিসাবে বিবেচনা করেছে। শুধু তাই নয়, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত শুল্ক পরিশোধ না করার অভিযোগও উঠেছে।”

কয়লামন্ত্রকের সাফ কথা, এ ধরনের রিপোর্টে যেসব অভিযোগ আনা হয়েছে তা ভুল ও ভিত্তিহীন। সরকারি ও বেসরকারি উভয় ধরনের কোম্পানিকেও নিলামের মাধ্যমে কয়লা খনি বরাদ্দ করা হয়। যেখানে শুধুমাত্র সরকারি কোম্পানিগুলোকে বণ্টন করা হয়।

কয়লা খনি (বিশেষ বিধান) আইনের ধারা ৪(৪) অনুযায়ী, যদি আগের বরাদ্দপ্রাপ্ত অতিরিক্ত শুল্ক প্রদান না করে থাকে, তাহলে ওই সংস্থা বা তার প্রোমোটার অথবা তার অন্য কোনো কোম্পানিই বিড করার যোগ্য হিসেবে বিবেচিত হয় না। সেই আইন মেনেই ডব্লিউবিপিডিসিএল-এর এক প্রোমোটার বেঙ্গল এমটা কোল মাইনস লিমিটেডকে নিলামে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু ডব্লিউবিপিডিসিএল যেহেতু আগের বরাদ্দপ্রাপ্ত নয়, তাই বরাদ্দের মাধ্যমে খনি পাওয়ার যোগ্য ছিল নিগম। একই ভাবে, খনিগুলি ডব্লিউবিপিডিসিএল-কে বরাদ্দ করাও হয়েছিল।

এমনটাও অভিযোগ উঠেছে, সরিষাতলি খনি নিলামের জন্য বিড করার সময় একটি গোষ্ঠীর সংস্থাগুলি যোগসাজশ করা হয়। পশ্চিমবঙ্গ সরকারকে ব্লকের জন্য বিড করা থেকে বেআইনিভাবে বাধা দিয়েছিল কেন্দ্র। যাতে বেসরকারি সংস্থা বাড়তি সুযোগ পেয়ে যায়। এ ক্ষেত্রে কয়লামন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “বেসরকারি কোম্পানির জন্য যোগসাজশের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। বিডিং ডকুমেন্ট অনুযায়ী, একটি যৌথ উদ্যোগ (JV) কোম্পানি যে দুটি বা ততোধিক কোম্পানির দ্বারা গঠিত একটি কমন স্পেসিফিক এন্ড ইউজ (SEU) স্বাধীন ভাবে ই-অকশনে বিড করার যোগ্য হিসেবে বিবেচিত হয়।”

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *