Press "Enter" to skip to content

কয়লা শিল্পে ফাইভ-জি প্রযুক্তি, নবদিগন্তের সূচনা ভারতে

অনলাইন কোলফিল্ড টাইমস: রাঁচির সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটে (CMPDI) ‘ফাইভ-জি ইউজ কেস টেস্ট ল্যাব’-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় কয়লা ও খনন মন্ত্রী জি কিসান রেড্ডি। এই অত্যাধুনিক ল্যাব কয়লা শিল্পে ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তিগত উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে স্থাপিত হয়েছে। এটি ফাইভ-জি-ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি পরীক্ষা ও উন্নয়নের কেন্দ্র হিসেবে কাজ করবে।

ফাইভ-জি ল্যাবের গুরুত্ব

সিএমপিডিআই-কে কয়লা শিল্পের জন্য ফাইভ-জি ইউজ কেস টেস্ট ল্যাব প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে মনোনীত করেছে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক। এটি শিল্পের প্রয়োজন অনুযায়ী ফাইভ-জি প্রযুক্তি ব্যবহারের সুবিধা নিশ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সিএমপিডিআই সবসময় প্রযুক্তিগত উদ্ভাবনের অগ্রদূত। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তারা খননকে আরও নিরাপদ, কার্যকরী এবং পরিবেশবান্ধব করে তুলছে। এই ল্যাব খনন শিল্পের আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহারে সিএমপিডিআই-র নেতৃত্বকে আরও সুসংহত করবে।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়লা মন্ত্রকের সচিব বিক্রম দেব দত্ত, অতিরিক্ত সচিব বিস্মিতা তেজ, কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান পিএম প্রসাদ এবং সিএমপিডিআই, সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড এবং ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের বিভিন্ন কর্মকর্তারা।

পরিবেশবান্ধব শিল্পে সিএমপিডিআই-র প্রতিশ্রুতি

‘সিএমপিডিআই সার্ভিসেস’-এর একটি রেপ্লিকা ভাস্কর্যেরও উদ্বোধন করেন মন্ত্রী। যা স্ক্র্যাপ সামগ্রী থেকে তৈরি। এটি সিএমপিডিআই-র পুনর্ব্যবহারের উদ্যোগকে প্রতিফলিত করে। পাশাপাশি সিএমপিডিআই-র নতুন কর্পোরেট লোগোরও উদ্বোধন করা হয়।

ফাইভ-জি ল্যাবের ভূমিকা ও লক্ষ্য

সিএমপিডিআই-র এই ল্যাব ফাইভ-জি প্রাইভেট নেটওয়ার্কের একটি ল্যাব-স্কেল মডেল। এটি ফাইভ-জি রেডিও, কোর সিস্টেম, এজ/ক্লাউড অ্যাপ্লিকেশন ও যন্ত্রপাতির সমন্বয়ে পরীক্ষার সুবিধা প্রদান করবে।

  • প্রধান লক্ষ্য: স্মার্ট মাইনিং, প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং রিয়েল-টাইম মনিটরিংয়ের মতো অ্যাপ্লিকেশনের জন্য নির্ভরযোগ্য ও দ্রুতগতি সম্পন্ন কানেক্টিভিটি নিশ্চিত করা।

কয়লা শিল্পে ফাইভ-জি প্রযুক্তির সুবিধা

ফাইভ-জি প্রযুক্তি খনন শিল্পে নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। IIoT সেন্সর, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি এবং রিয়েল-টাইম ডেটা ব্যবস্থাপনার মাধ্যমে খনন কাজ আরও দক্ষ হবে। কোল ইন্ডিয়া লিমিটেডের নিজস্ব নেটওয়ার্কে উৎপন্ন ডেটা তাদের নিয়ন্ত্রণেই থাকবে, যা তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবে।

এই ল্যাবের মাধ্যমে কয়লা শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহারে এক নতুন দিগন্তের সূচনা হল।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *