Press "Enter" to skip to content

ইসিএল-এর নতুন সিএমডি হিসেবে নিয়োগ পেলেন সতীশ ঝা

আসানসোল: ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর নতুন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) হিসেবে নিয়োগ পেলেন সতীশ ঝা। মন্ত্রিসভার নিয়োগ কমিটি (এসিসি) সম্প্রতি এই পদে তার নিয়োগের অনুমোদন দিয়েছে। ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

সতীশ ঝা বর্তমানে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট লিমিটেড (সিএমপিডিআইএল)-এর ডিরেক্টর (টেকনিক্যাল) পদে দায়িত্বে ছিলেন। গত ৩০ জুলাই পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড (পিইএসবি) তাকে ইসিএলের সিএমডি পদে সুপারিশ করেছিল।

উল্লেখ্য, গত এক বছর ধরে ইসিএল-এর সিএমডি পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন বিসিসিএলের সিএমডি সমীরণ দত্ত। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। সতীশ ঝা দায়িত্ব নেওয়ার পর, সিএমএস সচিব রমেশ সিং, এইচএমএস নেতা রাকেশ কুমার, এসবিএফসিআই সাধারণ সম্পাদক জগদীশ বাগরি, আসানসোল চেম্বার অফ কমার্সের সেক্রেটারি শম্ভুনাথ ঝা এবং কোলফিল্ড টিম্বার অ্যান্ড শ’ মিল মালিক সংগঠনের সভাপতি সঞ্জয় তেওয়ারি তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *