রানিগঞ্জ: কেন্দ্রীয় সরকারের ‘জনবিরোধী নীতি’র প্রতিবাদে রানিগঞ্জ কয়লাঞ্চলে কয়লা খনিগুলির বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হল বেসরকারিকরণ বিরোধী গণমঞ্চ। চিনাকুড়ি (১, ২, ৩), পারবেলিয়া এবং দুবেশ্বরী কোলিয়ারির বেসরকারিকরণের প্রস্তুতি সম্পন্ন হওয়ার প্রতিবাদে রবিবার চিনাকুড়ি থেকে রাধানগর, ডিসেরগড় হয়ে সড়বড়ি মোড় পর্যন্ত একটি প্রচার কর্মসূচি আয়োজন করা হয়।
গণমঞ্চের পক্ষ থেকে এই নীতিকে শ্রমিক-বিরোধী ও কর্মসংস্থান ধ্বংসকারী হিসেবে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়।
প্রচারে উপস্থিত ছিলেন সুদীপ্তা পাল, দুগাই মুর্মু, উপেন্দ্র রাওয়াত, মানিক সমাদ্দার, স্বপন দাস, ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়, কল্যাণ মৌলিক এবং গণমঞ্চের আরও অনেক সদস্য। তাঁরা কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আবেদন জানান।
গণমঞ্চের দাবি, এই নীতিগুলি শুধু শ্রমিকদের জীবিকা নয়, গোটা এলাকার আর্থ-সামাজিক কাঠামোকে প্রভাবিত করবে। বেসরকারিকরণের বিরুদ্ধে একযোগে বৃহত্তর লড়াই গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
Be First to Comment