অনলাইন কোলফিল্ড টাইমস, কলকাতা: প্রায় সাত মাস পর কিছুটা কমল পেট্রোল-ডিজেলের দাম। লিটার প্রতি ২ টাকা করে কমেছে দাম। শুক্রবার ১৫ মার্চ সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকরী হয়েছে। এর আগে ঘরোয়া রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডার প্রতি ১০০ টাকা দাম কমিয়েছে কেন্দ্র।
ভোটের মুখে যে জ্বালানি তেলের দাম কমছে সেই জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস থেকেই। কিন্তু, কবে তা বাস্তবায়িত হবে সে বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। অবশেষে করা হল সেই ঘোষণা।
গতকাল বৃহস্পতিবারও কলকাতায় পেট্রোল বিক্রি হয়েছে প্রতি লিটার ১০৬.০৩ টাকা দরে। শুক্রবার সকালে সেই দাম দাঁড়াল ১০৩.৯৪ টাকা প্রতি লিটার। অন্য দিকে, লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৯০.৭৬ টাকা।
উল্লেখ্য, বৃহস্পতিবার জ্বালানির দাম কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পেট্রল এবং ডিজেলের দাম কমিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও প্রমাণ করে দিলেন যে, কোটি কোটি ভারতীয়দের কল্যাণই ওঁর লক্ষ্য’।
Be First to Comment