অনলাইন কোলফিল্ড টাইমস: নভেম্বরে ভারতের কয়লা উৎপাদনে নজিরবিহীন সাফল্য এসেছে। কয়লামন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে দেশে মোট কয়লা উৎপাদন হয়েছে ৯০.৬২ মিলিয়ন টন (প্রাথমিক হিসাব), যা গত বছরের একই মাসে ছিল ৮৪.৫২ মিলিয়ন টন। এর ফলে উৎপাদনে ৭.২০ শতাংশ বৃদ্ধির রেকর্ড গড়েছে।
ক্যাপটিভ এবং অন্যান্য সংস্থার কয়লা উৎপাদনও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ২০২৪ সালের নভেম্বরে উৎপাদন হয়েছে ১৭.১৩ মিলিয়ন টন, যা গত বছরের ১২.৪৪ মিলিয়ন টনের তুলনায় ৩৭.৬৯ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়।
২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত (নভেম্বর পর্যন্ত) মোট কয়লা উৎপাদন পৌঁছেছে ৬২৮.০৩ মিলিয়ন টনে, যা গত বছরের একই সময়ে ছিল ৫৯১.৩২ মিলিয়ন টন। এর ফলে উৎপাদনে ৬.২১ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
কয়লা পরিবহনেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চলতি বছরের নভেম্বরে মোট কয়লা পরিবহন হয়েছে ৮৫.২২ মিলিয়ন টন, যা গত বছরের নভেম্বরের তুলনায় ৩.৮৫ শতাংশ বেশি। ক্যাপটিভ এবং অন্যান্য সংস্থার ক্ষেত্রে পরিবহন বেড়ে হয়েছে ১৬.৫৮ মিলিয়ন টন, যা গত বছরের ১৩.১৯ মিলিয়ন টনের তুলনায় ২৫.৭৩ শতাংশ বৃদ্ধি।
২০২৪-২৫ অর্থবছরে নভেম্বর পর্যন্ত মোট কয়লা পরিবহন পৌঁছেছে ৬৫৭.৭৫ মিলিয়ন টনে, যা গত বছরের ৬২৩.৭৮ মিলিয়ন টনের তুলনায় ৫.৪৫ শতাংশ বেশি।
কয়লামন্ত্রক দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবহন দক্ষতা উন্নত করার উপর জোর দিচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে, সারা দেশে কয়লার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়া হবে।
Be First to Comment