ঝাড়খণ্ডের লাতেহার জেলার বনহারদীহ কয়লা ব্লকের উন্নয়নের জন্য ৩,১৬৭ কোটি টাকার সর্বনিম্ন দরদাতা হিসেবে উঠে এসেছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC)।
২০২৫ সালের ১৫ জানুয়ারির একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পত্রাতু বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেড (PVUNL), যা এনটিপিসি লিমিটেড এবং ঝাড়খণ্ড বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের যৌথ উদ্যোগ। এনটিপিসি-র এই সংস্থায় ৭৪ শতাংশ শেয়ার এবং ঝাড়খণ্ড সরকারের ২৬ শতাংশ শেয়ার রয়েছে।
এই ঘোষণার পর, এনটিপিসি-এর শেয়ার ৩.৬৯ শতাংশ বেড়ে ৩২১.৮৫ টাকায় পৌঁছেছে।

বনহারদীহ কয়লা ব্লককে পিভিইউএনএল-এর জন্য একটি ক্যাপটিভ কয়লা উৎস হিসেবে বরাদ্দ করা হয়েছে। উৎপাদিত কয়লা প্রথমে মাইন-গেন-রেল (MGR) ব্যবস্থার মাধ্যমে চেতার স্টেশনে পযাবে এবং সেখান থেকে ভারতীয় রেলওয়ের মাধ্যমে পিভিইউএনএল-এর প্রকল্পের জায়গায় পৌঁছাবে।
এই প্রকল্পটির কথা এমন একটি সময়ে প্রকাশ্যে এসেছে, যখন বিশ্ব বাজারে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীরা মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্যের জন্য অপেক্ষা করছেন, যা ফেডারেল রিজার্ভের নীতি সহজ করার সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। এদিকে, ভারতীয় শেয়ার বাজার সূচকগুলিতেও ইতিবাচক সূচনা হতে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। তৃতীয় ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট, ২০২৫ সালের বাজেট এবং ফেব্রুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নীতিগত বৈঠক বাজারের গতিপ্রকৃতি প্রভাবিত করতে পারে।




Be First to Comment