Press "Enter" to skip to content

রানিগঞ্জের বল্লভপুর পেপার মিল নিয়ে আসানসোলে শ্রম দফতরের বৈঠক, অধরা সমাধান সূত্র

বৈঠকে মিলল না সমাধান সূত্র। নিজস্ব ছবি

নিজস্ব সংবাদদাতা: রানিগঞ্জে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশে বন্ধ হয়ে যাওয়া বল্লভপুর পেপার মিল চালু করা এবং শ্রমিকদের বকেয়া বেতনের সমস্যা নিয়ে মঙ্গলবারের ডাকা শ্রম দফতরের বৈঠকে কোন সমাধান হল না।

এই বৈঠক উপলক্ষে শ্রম দফতরের কাছে খোলা মাঠে সিটুর জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি বংশগোপাল চৌধুরীর নেতৃত্বে এক সভা হয়। সেখানে কারখানার কর্মী ও তাঁদের পরিবারের মানুষেরা যোগ দেন। সিটুর জেলা সভাপতি বংশগোপাল চৌধুরীর অভিযোগ, এই মিল কর্তৃপক্ষ খুশি মতো কোম্পানি বন্ধ করছেন। সময়মতো কর্মীদের বেতন দিচ্ছেন না। এমনকি তাঁদের প্রভিডেন্ট ফান্ডের টাকাও জমা পড়ছে না। এ বিষয়ে রাজ্য শ্রম দফতরকে আরও সজাগ হওয়ার তিনি আহ্বান জানান।

এদিকে মঙ্গলবার শ্রম দফতরের ডাকা আসানসোলে হওয়া এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন আইএনটিটিইউসির পক্ষে জেলা সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে এক প্রতিনিধি দল যোগ দেয়। সিটুর পক্ষে প্রাক্তন বিধায়ক রুনু দত্ত এবং পেপার মিলের আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিএমের নেতা হেমন্ত প্রভাকর বৈঠকে যোগ দেন। কারখানার পক্ষে বিকাশ মুখোপাধ্যায়-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা যোগ দেন।

বৈঠক শেষে অভিজিৎ ঘটক বলেন, “কারখানা কর্তৃপক্ষ শ্রম দফতরের যুগ্ম লেবার কমিশনারকে জানিয়েছেন তাঁদের আর্থিক অবস্থা ভালো নয়। তারা ব্যাঙ্কের সাহায্য চেয়েছেন। কর্মীদের বকেয়া বেতন কবে দেওয়া হবে তার জন্য আরও দু’দিন সময় চান। একই সঙ্গে কারখানা কবে থেকে চালু করা যেতে পারে তা নিয়েও সাত দিন তাঁরা সময় চান। আমরা ইউনিয়নের পক্ষ থেকে তাঁদের বলেছি, কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং কারখানা চালাতে গিয়ে কর্মীদের যে সাহায্য দরকার সেটা তাঁরা সকলে মিলেই করবেন।”

এর পর যুগ্ম লেবার কমিশনার সাত দিন পরে একটি বৈঠক ডাকা হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: রানিগঞ্জে বেঙ্গল পেপার মিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ, বামেদের ধর্নায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *