Press "Enter" to skip to content

মুকেশ আগরওয়ালকে ফিনান্স ডিরেক্টর পদে নিয়োগ কোল ইন্ডিয়ার

মুকেশ আগরওয়াল। সংগৃহীত ছবি

নয়াদিল্লি: নতুন ফিনান্স ডিরেক্টর নিয়োগ করল রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)। মুকেশ আগরওয়ালকে পাঁচ বছরের মেয়াদে ফিনান্স ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসাবে নিয়োগ করেছে সংস্থা।

এক বিবৃতিতে কোল ইন্ডিয়া জানিয়েছে, কয়লা এবং বিদ্যুৎ শিল্পে মুকেশ আগরওয়ালের অভিজ্ঞতা প্রচুর। অ্যাকাউন্টস, ট্রেজারি, ট্যাক্স, কস্টিং এবং বাজেট নির্ধারণে তাঁর দক্ষতা অপরিসীম।

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞান স্নাতক মুকেশ। কোল ইন্ডিয়ার অর্থ বিভাগের শীর্ষ পদে আসার আগে মুকেশ ছিলেন তামিলনাড়ু ভিত্তিক লিগনাইট উৎপাদনকারী প্রতিষ্ঠান নেভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেডেরএগ্‌জিকিউ‌িভ ডিরেক্টর।

আইটিআই লিমিটেড, আইআরসিএএন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এনএলসিআইএল-এর মতো সরকারি-বেসরকারি সংস্থাগুলিতে প্রায় তিন দশক ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে মুকেশের। তিনি দেবাশিস নন্দার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেবেন। দেবাশিস এত দিন কোল ইন্ডিয়ার ফিনান্স ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসাবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

এনএলসিআইএল-এর সহযোগী প্রতিষ্ঠান নেভেলি উত্তরপ্রদেশ পাওয়ার লিমিটেড (এনইউপিপিএল) নামে একটি কয়লা-ভিত্তিক সুপারক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্টে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসাবেও কাজ করেছিলেন মুকেশ। এটি যা এনএলসিআইএল এবং উত্তরপ্রদেশ রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেডের যৌথ উদ্যোগে।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *