Press "Enter" to skip to content

বাণিজ্যিক কয়লা খনি নিলামের ১১তম রাউন্ডে ২৭টি ব্লক, অর্থনীতি ও কর্মসংস্থানে জোর

অনলাইন কোলফিল্ড টাইমস: কেন্দ্রীয় কয়লা মন্ত্রক বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাণিজ্যিক কয়লা খনি নিলামের একাদশতম রাউন্ডের সূচনা করেছে। অনুষ্ঠানে কয়লা ও খনিজমন্ত্রী জি কিসান রেড্ডি নিলাম প্রক্রিয়ার সূচনা করেন।

এ বারের নিলামে ২৭টি কয়লা ব্লক অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশের বিভিন্ন রাজ্যে কৌশলগত ভাবে বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও অবদান রাখবে।

নিলামের জন্য এমন ২০টি খনি রাখা হয়েছে, যার মধ্যে ১০টি সম্পূর্ণ অনুসন্ধানকৃত এবং ১০টি আংশিক অনুসন্ধানকৃত ব্লক। এর পাশাপাশি, দশম রাউন্ডের দ্বিতীয় প্রচেষ্টায় অন্তর্ভুক্ত ৭টি খনিও এই রাউন্ডে রাখা হবে। এর মধ্যে ৪টি সম্পূর্ণ অনুসন্ধানকৃত এবং ৩টি আংশিক অনুসন্ধানকৃত। এই খনিগুলি সবই নন-কোকিং কয়লার। যা ভারতের ক্রমবর্ধমান শক্তি চাহিদা পূরণে ব্যবহার হবে।

নিলামের পাশাপাশি ৯টি কয়লা খনির জন্য কয়লা খনি উন্নয়ন ও উৎপাদন চুক্তি (CMDPAs) এবং কয়লা ব্লক উন্নয়ন ও উৎপাদন চুক্তি (CBDPAs) স্বাক্ষর করা হবে। এই খনিগুলি তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় পৌঁছালে বার্ষিক ১,৪৪৬ কোটি টাকার রাজস্ব আয় করবে এবং প্রায় ১৯,০৬৩ কর্মসংস্থান সৃষ্টি করবে। দশম রাউন্ডের সফল নিলামপ্রাপ্তদের কাছেও সিবিডিপিএ হস্তান্তর করা হবে।

ভারতের বিশাল কয়লা সম্পদ কাজে লাগানোর এবং শক্তি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কয়লামন্ত্রকের এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের ক্রমবর্ধমান শক্তি চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই নিলাম জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *