অনলাইন কোলফিল্ড টাইমস: ভারতের প্রথম কোল এক্সচেঞ্জ শীঘ্রই স্থাপিত হতে চলেছে বলে সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় কয়লা ও খনন মন্ত্রী জি কিসান রেড্ডি।
কোল এক্সচেঞ্জের মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা কয়লাকে একটি পণ্য হিসাবে আরও সহজে বাণিজ্য করতে পারবেন। এতে পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ভাবে পরিচালিত হবে। বিশেষ করে ২০২০ সালে বাণিজ্যিক খনির জন্য বেসরকারি অংশগ্রহণকারীদের জন্য বাজার উন্মুক্ত করার পরে এই পদ্ধতি আরও কার্যকরী হয়ে উঠবে।
একটি ইভেন্টের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, কোল এক্সচেঞ্জ স্থাপনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। কয়লা মন্ত্রকের ২০২৪-২৫ সালের কর্মপরিকল্পনায় বলা হয়েছে, কয়লা বাণিজ্যের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে, যা বাজারের জন্য সহজে শুষ্ক জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। গত সপ্তাহে একটি বৈঠকে বিশদ আলোচনা হয়েছে বলে জানান কয়লামন্ত্রী।
তিনি আরও উল্লেখ করেছেন যে, প্রয়োজন হলে ভারত রাশিয়া থেকে কোকিং কয়লা আমদানি করবে।
Be First to Comment