আগের বছরের জানুয়ারির তুলনায় ১০.৩ শতাংশ বৃদ্ধি। প্রতীকী ছবি
নয়াদিল্লি: চলতি বছরের প্রথম মাসে দেশের কয়লা উৎপাদনে বড়োসড়ো বৃদ্ধি। পরিসংখ্য়ান বলছে, ২০২৪ সালের জানুয়ারিতে বার্ষিক ১০.৩ শতাংশ বেড়ে কয়লা উৎপাদন ঠেকেছে ৯৯.৭৩ মিলিয়ন টনে। আগের বছরের একই মাসের ৯০.৪২ মিলিয়ন টন কয়লা উৎপাদিত হয়েছিল দেশে।
রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া লিমিটেডের (CIL) উৎপাদন ২০২৪ সালের জানুয়ারি মাসে ৭৮.৮৮ মিলিয়ন টন, যা ২০২৩ সালের জানুয়ারি মাসে ৭১.৮৮ মিলিয়ন টনের তুলনায় ৯.০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান সার্বিক কয়লা উৎপাদনও (জানুয়ারি ২০২৪ পর্যন্ত) প্রশংসনীয়। দেখা গেছে ২০২৩-২৪ আর্থিক বছরে ৭৮৪.১১ মিলিয়ন টন (অস্থায়ী) কয়লা উৎপাদন হয়েছে। যেখানে ২০২২-২৩ আর্থিক বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৬৯৮.৯৯ মিলিয়ন টন। অর্থাৎ, চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত ১২.১৮ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।
কয়লামন্ত্রক বলেছে, ২০২৪ সালের জানুয়ারিতে কয়লা সরবরাহ একটি উল্লেখযোগ্য বৃদ্ধির সাক্ষী হয়েছে। যা ৮৭.৩৭ মিলিয়ন টন ছুঁয়েছে, যা ২০২৩ সালের জানুয়ারিতে রেকর্ড করা হয়েছিল ৮২.০২ মিলিয়ন টন ছিল। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ৬.৫২ শতাংশ।
চলতি আর্থিক বছরের এপ্রিল-জানুয়ারিতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কোল ইন্ডিয়ার জ্বালানি সরবরাহ প্রায় ৫ শতাংশ বেড়েছে। একটি বিবৃতিতে কোল ইন্ডিয়া বলেছে, “অর্থবছরের শুরু থেকে প্রত্যাশিত চাহিদার চেয়ে এগিয়ে থাকা, কয়লাচালিত প্ল্যান্টে সংস্থার সরবরাহ জানুয়ারি পর্যন্ত ছিল ৫০৯ মিলিয়ন টন ছিল।” পাশাপাশি, জানুয়ারিতে সর্বকালের সর্বোচ্চ ৩৬.২ মিলিয়ন টন ছুঁয়েছে, যা চার বছর আগে একই মাসে রেকর্ড করা হয়েছিল ৩৪.৫ মিলিয়ন টন। সেটাই এত দিন ছিল সর্বোচ্চ। অর্থাৎ, আগের সর্বোচ্চ পরিমাণকে ছাড়িয়ে গিয়েছে চলতি বছরের জানুয়ারিতে সরবরাহ করা জ্বালানির পরিমাণ।
জানা গিয়েছে, ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত, কয়লা কোম্পানিগুলির হাতে থাকা কয়লার স্টকে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। যা ৭০.৩৭ মিলিয়ন টন ছুঁয়েছে। এই বৃদ্ধির হার ৪৭.৮৫ শতাংশ, যা বার্ষিক বৃদ্ধির হারকে প্রতিফলিত করে, যা কয়লা খাতের শক্তিশালী কর্মক্ষমতা এবং দক্ষতার বড়়োসড়ো বহির্প্রকাশও বটে!
Be First to Comment