অনলাইন কোলফিল্ড টাইমস: সম্প্রতি ৯৫০ কোটি ডলারের ( প্রায় ৭৯৭৪০ কোটি টাকা) কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে ভারতের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদক এনটিপিসি লিমিটেড (NTPC Ltd.) । এই নতুন প্রকল্পের আওতায় ৬.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি হবে, যা ভারত সরকারের বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সহায়ক ভূমিকা রাখবে। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তিনটি স্থানে এই বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হবে। যেখানে ইতিমধ্যেই এনটিপিসি বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে। তবে প্রকল্পগুলোর শুরু বা সমাপ্তির নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কিছু জানানো হয়নি।
বর্তমান কেন্দ্রীয় সরকার কয়লা নির্ভরতা বাড়ানোর ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে, কারণ ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধি ও দীর্ঘ গরমকালীন তাপপ্রবাহ বিদ্যুৎ চাহিদা বাড়িয়ে তুলছে। বর্তমানে ভারতের প্রায় তিন-চতুর্থাংশ বিদ্যুৎ চাহিদা কয়লা থেকেই মেটানো হয়। এই নতুন অনুমোদিত প্রকল্পের মধ্যে পূর্ব ভারতের নবীনগরে ২.৪ গিগাওয়াট, দক্ষিণ ভারতের তেলঙ্গনায় ২.৪ গিগাওয়াট এবং মধ্য ভারতের গাদারওয়াড়ায় ১.৬ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নির্মিত হবে।
এনটিপিসি এবং এর সহযোগী প্রতিষ্ঠান ও যৌথ উদ্যোগগুলি মিলিয়ে সংস্থার মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে ৭৬.৪ গিগাওয়াট, যার প্রায় ৯০ শতাংশই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। ২০৩২ সালের মধ্যে এই নির্ভরশীলতা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সংস্থার, যেখানে বাকি উৎপাদন ক্ষমতা পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস থেকে আসবে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন নির্গমনকারী দেশ হিসেবে ভারত গত কয়েক বছরে সৌর ও বায়ু শক্তি প্রকল্পে রেকর্ড হারে বিনিয়োগ করেছে এবং ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫০০ গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তবে আগামী দশকে কয়লা শক্তির ভূমিকা ভারতের বিদ্যুৎখাতে এখনও গুরুত্বপূর্ণ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
Be First to Comment