Press "Enter" to skip to content

আন্তর্জাতিক নারী দিবসে ইন্ডিয়া পাওয়ারের “অনন্যা”, সম্মানিত হলেন ৩ মহিলা

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: ইন্ডিয়া পাওয়ার, আসানসোল-রানিগঞ্জ অঞ্চলে একটি অন্যতম পাওয়ার ইউটিলিটি কোম্পানি। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই কোম্পানি তাদের সিএসআর বা সোশাল কর্পোরেট রেসপনসেবলিটির অন্যতম উদ্যোগ হল ” অনন্যা”।

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে তাদের উদ্যোগে ষষ্ঠ সংস্করণের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরের মতো এ বারও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং এনজিও-র সহায়তায় কোম্পানি সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত সমাজের তিন জন যোগ্য মহিলাকে সম্মানিত করল ।

তাঁদের প্রত্যেককে সাম্মানিক-সহ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ইসিএল বা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের ডিরেক্টর (পার্সোনেল) আহুতি সোয়াইন, কোম্পানির হোল টাইম ডিরেক্টর সোমেশ দাশগুপ্ত, ইন্ডিয়া পাওয়ারের অন্য আধিকারিকদের উপস্থিতিতে আসানসোলের কুলটির শাঁকতোড়িয়ায় ইন্ডিয়া পাওয়ারের কেন্দ্রীয় কার্যালয়ে এ দিন এক অনুষ্ঠান হয়।

জাতীয় স্তরের ফুটবল খেলোয়াড় নীতু বাউরি, সমাজকর্মী ও শিক্ষিকা লক্ষ্মী ঠাকুর এবং গয়না প্রস্তুতকারক ও প্রশিক্ষক স্মৃতি ভট্টাচার্যকে এ দিনের অনুষ্ঠানে সম্মান দেওয়া হয়।

এই প্রসঙ্গে সোমেশ দাশগুপ্ত, (হোল-টাইম ডিরেক্টর, ইন্ডিয়া পাওয়ার) বলেন, “নারীর ক্ষমতায়ন করা শুধু সঠিক কাজই নয়, একটা সামাজিক দায়িত্ব । যখন আমরা নারীদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করি, তখন আমরা সামগ্রিকভাবে সম্প্রদায় এবং অর্থনীতির জন্যও উপকৃত হচ্ছি।”

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »
More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *