নয়াদিল্লি: চলতি অর্থবছরে ভারতের কয়লা উৎপাদনে রেকর্ড! ৯০ কোটি টন ছুঁয়েছে দেশের কয়লা উৎপাদন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, আগামী বছর ১০০ কোটি টনের লক্ষ্যমাত্রা অতিক্রমের প্রত্যাশা রয়েছে।
শুক্রবার লোকসভায় ‘ভারতীয় অর্থনীতির উপর শ্বেতপত্র এবং ভারতের জনগণের জীবনে এর প্রভাব’ নিয়ে বিতর্কের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “২০১৩-১৪ সালে, কয়লা উৎপাদন ছিল ৫৬.৭ কোটি টন। আমি বলছি এই বছর ৯০ কোটি টন এবং আগামীতে ১০০ কোটি টন কয়লা উৎপাদন করবে দেশ।”
রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদনকারী সংস্থাগুলি সম্পর্কে তিনি বলেন, ২০১৩-১৪ সালের তুলনায় কোল ইন্ডিয়া লিমিটেডের উৎপাদন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ২০২২-২৩ আর্থিক বছরের মধ্যে বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে মোট কয়লা উৎপাদন বেড়ে হয়েছে ৯.৯৭৩ কোটি টন (বা ৯৯.৭৩ মিলিয়ন টন)। কয়লা মন্ত্রকের হিসাবে, এটি এক বছর আগের একই সময়ের মধ্যে ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২২ সালের ২১ মার্চ তারিখের নীতি আয়োগের একটি খসড়া নোট অনুসারে, ২০২৫ সালের মধ্যে কোল ইন্ডিয়ার উৎপাদন বার্ষিক ১০০ কোটি টন (বা ১ বিলিয়ন টন) বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
চলতি আর্থিক বছরের এপ্রিল-জানুয়ারিতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কোল ইন্ডিয়ার জ্বালানি সরবরাহ প্রায় ৫ শতাংশ বেড়েছে। একটি বিবৃতিতে কোল ইন্ডিয়া বলেছে, “অর্থবছরের শুরু থেকে প্রত্যাশিত চাহিদার চেয়ে এগিয়ে থাকা, কয়লাচালিত প্ল্যান্টে সংস্থার সরবরাহ জানুয়ারি পর্যন্ত ছিল ৫০.৯ কোটি টন ছিল।” পাশাপাশি, জানুয়ারিতে সর্বকালের সর্বোচ্চ ৩.৬২ কোটি টন ছুঁয়েছে, যা চার বছর আগে একই মাসে রেকর্ড করা হয়েছিল ৩.৪৫ কোটি টন। সেটাই এত দিন ছিল সর্বোচ্চ। অর্থাৎ, আগের সর্বোচ্চ পরিমাণকে ছাড়িয়ে গিয়েছে চলতি বছরের জানুয়ারিতে সরবরাহ করা জ্বালানির পরিমাণ।
সম্প্রতি কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশী রাজ্যসভায় একটি লিখিত জবাবে বলেছেন, “সরকারের ফোকাস হচ্ছে কয়লার অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং দেশে অপ্রয়োজনীয় কয়লা আমদানি বন্ধ করা। দেশে কয়লার বেশিরভাগ প্রয়োজনীয়তা দেশীয় উৎপাদন এবং সরবরাহের মাধ্যমে পূরণ করতে বদ্ধ পরিকর কেন্দ্র।”
Be First to Comment