অনলাইন কোলফিল্ড টাইমস: চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ভারতের কয়লা আমদানি ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪০.৬০ মিলিয়ন টনে পৌঁছেছে। বিজনেস-টু-বিজনেস ই-কমার্স কোম্পানি এমজংশন সার্ভিসেস লিমিটেড জানিয়েছে, গত বছরের একই সময়ে কয়লা আমদানির পরিমাণ ছিল ১৩০.৩৪ মিলিয়ন টন ।
এমজংশনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বিনয়া ভার্মা জানিয়েছেন, দেশে যথেষ্ট কয়লার মজুত ও স্থানীয় স্পট ই-অকশনে উচ্চ পরিমাণে কয়লা পাওয়া যাওয়ার কারণে সামগ্রিকভাবে কয়লার আমদানির চাহিদা তুলনামূলকভাবে সীমিত থাকবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে কয়লা আমদানি ১০.০৯ শতাংশ কমে ১৯.৪২ মিলিয়ন টনে দাঁড়িয়েছে, যেখানে গত অর্থবছরের একই মাসে আমদানি হয়েছিল ২১.৬০ মিলিয়ন টন।
সেপ্টেম্বরে মোট আমদানির মধ্যে নন-কোকিং কয়লার পরিমাণ ছিল ১৩.২৪ মিলিয়ন টন, যা গত বছরের একই সময়ে ছিল ১৪.৮৮ মিলিয়ন টন। কোকিং কয়লার আমদানি ছিল ৩.৩৯ মিলিয়ন টন, যা আগের বছর ছিল ৪.৫৯ মিলিয়ন টন।
এপ্রিল-সেপ্টেম্বর সময়ে নন-কোকিং কয়লার আমদানির পরিমাণ ৯১.৯২ মিলিয়ন টনে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৩.৪৫ মিলিয়ন টন। কোকিং কয়লার আমদানির পরিমাণ ছিল ২৮.১৮ মিলিয়ন টন, যা আগের বছর ছিল ২৯.৪৪ মিলিয়ন টন।
Be First to Comment