অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, রানিগঞ্জ : ইসিএলের খোলামুখ খনি বা ওসিপি-তে বিস্ফোরণ বা ব্লাস্টিং করানো হচ্ছে। সেই বিস্ফোরণের জেরে কয়লা খনির পাথর আছড়ে পড়ে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি। এমন ঘটনায় আসানসোলের রানিগঞ্জ থানার ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার নারায়ণকুড়ি ওসিপির অদূরে নারায়ণকুড়ি মাঝপাড়ার মানুষজনেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
শনিবার সকালে এইসব মানুষের অভিজ্ঞতার কথা জানতে ও তাঁদের সঙ্গে কথা বলতে এলাকায় আসেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
উল্লেখ্য,ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার রানিগঞ্জের নারায়ণকুড়ি ওসিপি বা খোলামুখ খনিতে বিস্ফোরণ হয় বৃহস্পতিবার দুপুরে। সেই বিস্ফোরণে খনি থেকে প্রায় হাজার মিটার দূরে নারায়ণকুড়ি মাঝপাড়া এলাকায় ভর দুপুর বেলায় আচমকাই বিশাল বিশাল পাথর বাড়ি ঘরের উপরে আছড়ে পড়ে। তাতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১০টিরও বেশি বাড়িঘর। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন নারায়ণকুড়ি গ্রামের বাসিন্দারা। তারা ওসিপি-তে বিক্ষোভ দেখান। বন্ধ করে দেওয়া হয় খনির কাজ।
সেই ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, শনিবার তাঁর বিধানসভা অন্তর্গত এই নারায়ণকুড়ি মাঝপাড়া এলাকা পরিদর্শনে আসেন।
তিনি গোটা এলাকা ঘুরে প্রতিটি বাড়িতে কী ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখেন। কী ঘটনা ও বিষয়গুলি প্রত্যেকের কাছ থেকে তিনি জেনে নেন। সকলকে তিনি আশ্বস্ত করে বলেন, এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে, ক্ষয়ক্ষতি- সহ যে সকল বিষয় রয়েছে তা নিয়ে ব্যবস্থা গ্রহণের আর্জি জানাবেন।
পাশাপাশি বিজেপি বিধায়কের আরও দাবি, তিনি প্রয়োজনে ইসিএল কর্তৃপক্ষকে এই গোটা এলাকাটিকে পুনর্বাসন দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ করবেন।
এদিন এলাকার মানুষজনেরা বিধায়ককে হাতের নাগালে পেয়ে নিজেদের দাবি দাওয়া ও তারা কিরূপ ভয়ংকর অবস্থায় রয়েছেন, সেই করুণ অবস্থার কথা তুলে ধরেন।
তাঁদের আর্জি, এখন প্রতিটি দিন তাঁরা আতঙ্কে কাটাচ্ছেন। তাঁদেরকে এখন প্রতিটি মুহূর্ত জীবনকে বাজি রেখে জীবন যাপন করতে হচ্ছে। তাই তাঁদের এই এলাকা থেকে সরিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করুক ইসিএল কর্তৃপক্ষ, বিজেপি বিধায়কের কাছে এমনই দাবি করেন তাঁরা।
বিধায়ক পরে সাংবাদিকদের জানান, “ইসিএল কতৃপক্ষের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেছি। তাঁদেরকে আমি এলাকার বাসিন্দাদের কথা ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন।”
আরও পড়ুন: রানিগঞ্জে ইসিএলের ওসিপি-তে বিস্ফোরণ! পাথর উড়ে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, প্রতিবাদে ভাঙচুর এলাকায়
Be First to Comment