অনলাইন কোলফিল্ড টাইমস: আদিত্য বিড়লা গ্রুপের অন্তর্গত হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওড়িশার মীনাক্ষী কয়লা খনির অধিকার পেয়েছে কয়লা মন্ত্রকের ভেস্টিং অর্ডারের মাধ্যমে। এই খনি হিন্দালকোর সম্পদ সুরক্ষা, জ্বালানি দক্ষতা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানিয়েছে সংস্থা।
ওড়িশায় অবস্থিত মীনাক্ষী কয়লা খনি সম্পূর্ণরূপে অনুসন্ধান করা একটি ব্লক। এর বার্ষিক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা (পিআরসি) ১২ মিলিয়ন টন এবং মোট ভূতাত্ত্বিক মজুত ২৮৫.২৩ মিলিয়ন টন।
সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব জ্বালানি উত্স হিসাবে এই জি১২ গ্রেড খনি সংস্থার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। খনির কয়লা-বর্জ্যের স্ট্রিপিং অনুপাত ১-এর কম, যা এটিকে খরচ কার্যকর করে তুলবে এবং কয়লা উৎপাদনে আত্মনির্ভরতা বৃদ্ধি করবে বলে জানিয়েছে হিন্দালকো।

২০২৮ সালে খনন কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে হিন্দালকো প্রস্তুতি নিচ্ছে। তবে এর জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক ছাড়পত্র এবং অনুমোদন পাওয়া আবশ্যক বলে জানিয়েছে সংস্থা।




Be First to Comment