আগামী ২-৩ মাসের মধ্যে সমুদ্র তলদেশের খনিজ ব্লকের নিলাম শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে প্রায় ১০টি খনিজ ব্লক নিলামের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন কয়লা ও খনিজ মন্ত্রী জি কিসান রেড্ডি। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে সরকার অফশোর এরিয়াজ মিনারেল (ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ২০০২ সংশোধন করেছে, যার ফলে এখন থেকে নিলামের মাধ্যমেই উৎপাদনের লাইসেন্স দেওয়া হবে।
চলতি সপ্তাহে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-এ খনিজ মন্ত্রকের প্যাভিলিয়ন উদ্বোধনের সময় জি কিসান রেড্ডি জানান, “সরকার ২-৩ মাসের মধ্যে সমুদ্র তলদেশের খনিজ ব্লক নিলামের পরিকল্পনা করছে।”
ভারতের সমুদ্র তলদেশে সোনা, হীরা, তামা, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ এবং বিরল প্রাকৃতিক খনিজের মতো গুরুত্বপূর্ণ খনিজের ভাণ্ডার রয়েছে। নিলামের মাধ্যমে এই খনিজগুলির উৎপাদন বাড়লে দেশে খনিজের প্রাপ্যতা বৃদ্ধি পাবে এবং আমদানির উপর নির্ভরতা কমবে।
মন্ত্রী আরও জানান, জম্মু ও কাশ্মীরে লিথিয়াম ব্লকের তৃতীয় ধাপের অনুসন্ধান শেষ হয়েছে এবং চতুর্থ ধাপের কাজ শুরু হয়েছে। ২০২৩ সালে প্রথমবার দেশে প্রায় ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম মজুত আবিষ্কৃত হয় জম্মু ও কাশ্মীরে। তবে নিলামের জন্য দরদাতার সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় আগের নিলাম বাতিল করা হয়।
বলে রাখা ভালো, লিথিয়াম বর্তমান শক্তি পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ, যা বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি শক্তি সংরক্ষণ ব্যবস্থার মূল উপাদান।
এছাড়া, আর্জেন্টিনার পাঁচটি লিথিয়াম ব্লকের অনুসন্ধান কাজ শুরু হয়েছে। মন্ত্রী জানান, “এই ব্লকগুলির অনুসন্ধান শেষ হওয়ার পর উৎপাদন শুরু হবে।”
ওয়াকিবহাল মহলের মতে, সরকারের এই উদ্যোগ ভারতকে খনিজ শিল্পে আরও আত্মনির্ভর করার পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে।
Be First to Comment