অনলাইন কোলফিল্ড টাইমস: দেশের আমদানি করা কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্রগুলিকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যাওয়ার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, সরকার আমদানি করা কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্রগুলিকে ১৫ অক্টোবর পর্যন্ত পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দিয়েছিল। তবে সাম্প্রতিক আদেশ অনুযায়ী এই সময়সীমা বাড়ানো হয়েছে।
সরকারের নির্দেশনাটি এখনও প্রকাশিত হয়নি এবং কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংবাদ সংস্থা রয়টার্স সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, মঙ্গলবার জারি হওয়া আদেশে জরুরি ধারা প্রয়োগ করে টাটা পাওয়ার, আদানি পাওয়ার এবং বেদান্ত-এর মতো সংস্থাগুলিকে তাদের আমদানি করা কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্রগুলি পূর্ণ ক্ষমতায় উৎপাদন চালিয়ে যেতে বলেছে।
তথ্য অনুযায়ী, ভারতে আমদানি করা কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্রগুলির সম্মিলিত বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ১৬ গিগাওয়াট। যদিও দেশের কয়লা-চালিত বিদ্যুৎ উৎপাদন সেপ্টেম্বরে টানা দ্বিতীয় মাস বার্ষিক ভিত্তিতে হ্রাস পেয়েছে, বিদ্যুৎ ব্যবহারের ধীরগতি এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের বৃদ্ধির কারণে, প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) মোট কয়লা-চালিত বিদ্যুৎ উৎপাদন গত বছরের তুলনায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে সরকারি তথ্যে প্রকাশ পেয়েছে।
আরও পড়ুন: শীত আসার আগে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুত কমছে, চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না সরবরাহ
Be First to Comment