সকাল থেকে মোট ১২টি অবৈধ কয়লা খাদান বন্ধ করা হয়েছে। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া: অবৈধ কয়লা খাদানের খবর পাওয়ার পর নড়েচড়ে বসেছেন ইসিএলের জামুড়িয়ার এবিপিট কর্তৃপক্ষ।
বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠছিল জামুড়িয়ার বিভিন্ন জায়গায় অবৈধ কয়লা খাদান রমরমিয়ে চলছে | এই সমস্ত অবৈধ কয়লা খাদানে সম্প্রতি কয়েকটি দুর্ঘনায়ও ঘটেছে | কয়েকদিন আগে ইসিএলের সিআইএসএফের হাতে ধরা পড়ে দুটি অবৈধ কয়লা বোঝায় ট্রাক।
বিগত মাস খানেকের মধ্যে বেআইনি কয়লা খাদানে একাধিক মৃতুর ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় ধসের ঘটনাও ঘটেছে | তাই শেষ পর্যন্ত ইসিএল কতৃর্পক্ষ অবৈধ কয়লা খাদান বন্ধ করার উদ্যোগ নেন।
সেই সিদ্ধান্তের প্রেক্ষিকে সোমবার সকালে ইসিএলের সিআইএসএফের সহযোগিতায় জামুড়িয়ার বিভিন্ন জায়গায় অবৈধ কয়লা খাদান ডোজার দিয়ে বন্ধ করা হল। সকাল থেকে মোট ১২টি অবৈধ কয়লা খাদান বন্ধ করা হয়েছে।
ইসিএল কতৃর্পক্ষর দাবি, এলাকায় ২৭টি অবৈধ কয়লা খাদান রয়েছে যেখান থেকে কয়লা মাফিয়ারা কয়লা তুলে পাচার করছে। খুব শীঘ্রই সব বন্ধ করে দেওয়া হবে।
Be First to Comment