অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, কুলটি : ডিভিসি কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ২৬ঘন্টা পরে মৃত শ্রমিকের পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণের দাবি মেনে নিতে বাধ্য হলেন ।
মৃত শ্রমিক সাহেব লাল মুর্মুর স্ত্রী সুনিতা মুর্মুকে অস্থায়ী চাকরি এবং ডিভিসি আধিকারিকদের পক্ষ থেকে নগদ ৫লক্ষ টাকা, পাশাপাশি পিএফ গ্রাচুইটি-সহ বিভিন্ন ফান্ড থেকে প্রায় ১৫ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন ডিভিসি কর্তৃপক্ষ ।
তাছাড়া তৃণমূল শ্রমিক সংগঠনের তরফ থেকে দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ বাবদ ১৫ লক্ষ টাকার প্রস্তাব জানানো হয়। সেই প্রস্তাবে ডিভিসি কর্তৃপক্ষ মৃত পরিবারের সদস্য ও তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের আশ্বাস দেন, আগামী বোর্ড মিটিং-এ তাদের দেওয়া প্রস্তাব বা দাবি তাঁরা মঞ্জুর করিয়ে ক্ষতিপূরণ হিসেবে মৃতের পরিবারের হাতে সেই টাকা তুলে দেওয়ার চেষ্টা করবেন।
এদিন এই মীমাংসা ডিভিসির মুখ্য অফিসে করা হয়।যেখানে উপস্থিত ছিলেন ডিভিসির আধিকারিকরা সহ মৃত পরিবারের সদস্যরা ও তৃণমূল নেতা মনোজ তেওয়ারী, ভোলা সিং এবং আসানসোল পুরনিগমের কাউন্সিলর মুনমুন মুখোপাধ্যায়।
এই সংক্রান্ত আরেকটি প্রতিবেদন পড়ুন এখানে ক্লিক করে: অস্থায়ী শ্রমিকের মৃত্যু, ডিভিসি সাব-স্টেশনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ, পথ অবরোধ
Be First to Comment