অনলাইন কোলফিল্ড টাইমস: শুক্রবার কয়লা কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার সাজা স্থগিত রাখার আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোড়া এই সাজা স্থগিতের আবেদন করেছিলেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবেদন প্রসঙ্কে বিচারপতি নীনা বনসল কৃষ্ণা সংক্ষেপে বলেন, “আবেদন খারিজ।”
মধু কোড়া, প্রাক্তন কয়লা সচিব এইচসি গুপ্তা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্য সচিব একে বসু এবং কোড়ার ঘনিষ্ঠ সহযোগী বিজয় জোশিকে রাজহারা নর্থ কয়লা ব্লকের বরাদ্দের সময় দুর্নীতিমূলক কার্যকলাপ এবং অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল ট্রায়াল কোর্ট। এই বরাদ্দটি কলকাতা ভিত্তিক কোম্পানি ভিনি আয়রন অ্যান্ড স্টিল উদ্যোগ লিমিটেড (ভিআইএসইউএল)-এর পক্ষে করা হয়েছিল।
প্রসঙ্গত, ইউপিএ জমানার এই কয়লা কেলেঙ্কারি মামলায় ভিআইএসইউএল, মধু কোড়া এবং এইচসি গুপ্তার ওপর যথাক্রমে ৫০ লাখ, ২৫ লাখ এবং ১ লাখ টাকার জরিমানা আরোপ করা হয়েছিল। একে বসুকেও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
Be First to Comment