অনলাইন কোলফিল্ড টাইমস: কোকিং কোলের আমদানি পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব নয়, তবে এর কিছু অংশ কমানো যেতে পারে বলে জানালেন রাষ্ট্রায়ত্ত কোল ইন্ডিয়া লিমিটেডের (Coal India Limited)-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পি এম প্রসাদ। তিনি সোমবার একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন। ইস্পাত তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান কোক উৎপাদনে ব্যবহার করা হয় এই কোকিং কয়লা।
এমজাংশন সার্ভিস লিমিটেডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে ভারতের মোট কয়লা আমদানি ছিল ২৬৮.২৪ মিলিয়ন টন (MT), যার মধ্যে ৫৭.২২ মিলিয়ন টন ছিল কোকিং কয়লা এবং ১৭৫.৯৬ মিলিয়ন টন নন-কোকিং কয়লা।
পি এম প্রসাদ জানান, কোকিং কয়লার আমদানি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ালে কিছুটা আমদানি কমানো যেতে পারে। তিনি আরও বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ১.৫ বিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্য অর্জন সহজ নয়। এই উৎপাদন লক্ষ্যে পৌঁছানোর জন্য কয়লা খনি উন্নয়ন প্রকল্পগুলো মাইনিং ডেভেলপার অপারেটরদের (MDO) হাতে তুলে দিতে হবে।
থার্মাল কোলের আমদানিও ১.৫ বিলিয়ন টন উৎপাদন লক্ষ্য অর্জিত হলে উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে তিনি মন্তব্য করেন। তাঁর কথায়, “আগামী পাঁচ বছরে ৫০০ মিলিয়ন টন কয়লা উৎপাদন অর্জন একটি বিশাল চ্যালেঞ্জ, তবে একসঙ্গে কাজ করলে তা সম্ভব”।
২০২৩-২৪ সালে সারা দেশে মোট কয়লা উৎপাদন ছিল ৯৯৭.৮৩ মিলিয়ন টন। কোল ইন্ডিয়ার উৎপাদনই দেশের মোট কয়লা উৎপাদনের ৮০ শতাংশেরও বেশি।
Be First to Comment