একটি চলমান কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে সিবিআই-এর চার্জশিট। যাতে নাম রয়েছে মোনেট ইস্পাট অ্যান্ড এনার্জি লিমিটেডের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ জাজোদিয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিতাভ মুদগলের।
মোনেট ইস্পাট অ্যান্ড এনার্জি লিমিটেডের দুই কর্তার বিরুদ্ধে গারে পালমা এবং রাজগামার ডিপসাইড কয়লা ব্লকের বরাদ্দ এবং পরিচালনায় অনিয়মের অভিযোগে চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ছত্তীসগঢ়ের সিবিআই আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন।
ছয় বছরেরও বেশি সময় ধরে এই তদন্ত চলছে। এ বার সিবিআই-এর তরফে সংস্থার দুই কর্তা জাজোদিয়া এবং মুদগলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধমূলক বিশ্বাস লঙ্ঘন সম্পর্কিত ধারাগুলি আরোপ করেছে।
তবে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে সিবিআই। গত সপ্তাহে চার্জশিটটি একটি বিশেষ আদালতের সামনে জমা দিয়ে, সিবিআই বলেছে, এই মামলায় বৃহত্তর ষড়যন্ত্র এবং সরকারি আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হবে।
১৯৯৩-২০০৫ সালে কয়লা ব্লকের অনিয়মিত বরাদ্দ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই কয়লা কেলেঙ্কারির মামলাগুলির মধ্যে একটি হল এই মামলাটি। এই সময়ের মধ্যে কয়লা ব্লক বরাদ্দের অনিয়মগুলি দেখার জন্য সিবিআই ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর প্রাথমিক তদন্ত শুরু করেছিল।
Be First to Comment