Press "Enter" to skip to content

কয়লা উৎপাদন ২০০ মিলিয়ন টন অতিক্রম, প্রবৃদ্ধি ১০.১ শতাংশ

অনলাইন কোলফিল্ড টাইমস: ভারতের কয়লা উৎপাদন নতুন মাইলফলক স্পর্শ করে ২০০ মিলিয়ন টনের (MT) সীমা অতিক্রম করেছে, যা গত বছরের তুলনায় ১০.১ শতাংশ প্রবৃদ্ধি প্রদর্শন করেছে। এই অর্জন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণের ক্ষেত্রে নিরলস প্রচেষ্টার প্রতিফলন।

উল্লেখযোগ্যভাবে, এই লক্ষ্য গত বছরের সময়সীমার চেয়ে ৩০ দিন আগেই অর্জন করা হয়েছে, যা শ্রমশক্তির দক্ষতা ও প্রতিশ্রুতির প্রতিফলন। কয়লা উৎপাদনের ধারাবাহিক প্রবৃদ্ধি শুধু শক্তি অবকাঠামোকেই শক্তিশালী করছে না, বরং শিল্প ও অর্থনৈতিক সম্প্রসারণে ভারতের প্রতিশ্রুতিও দৃঢ় করছে।

কয়লাশিল্পের সঙ্গে সম্পর্কিত মহলের মতে, নতুন প্রযুক্তির উদ্ভাবন ও টেকসই পদ্ধতির উপর গুরুত্ব দিয়ে কয়লা খাত ভারতের ভবিষ্যৎ শক্তির জোগানে প্রতিশ্রুতিবদ্ধ। এই মাইলফলক আরও উন্নয়নের ভিত্তি গড়ে দিচ্ছে, যা দেশের স্থিতিশীল ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *