অনলাইন কোলফিল্ড টাইমস: কয়লা গ্যাসিফিকেশন উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে ৮৫০০ কোটি টাকার কয়লা গ্যাসিফিকেশন প্রণোদনা প্রকল্পের আওতায় দ্বিতীয় বিভাগে নির্বাচিত আবেদনকারীদের “লেটার অফ অ্যাওয়ার্ড” (এলওএ) প্রদান করল কয়লা মন্ত্রক।
বুধবার, কয়লা মন্ত্রকের সচিব বিক্রম দেব দত্ত নির্বাচিত সংস্থাগুলিকে এই এলওএ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব বিস্মিতা তেজ, ওএসডি (টেকনিক্যাল) অশীষ কুমার এবং পরিচালক (টেকনিক্যাল) বি কে ঠাকুর।
এলওএ প্রাপ্ত সংস্থাগুলি

দ্বিতীয় বিভাগ: বেসরকারি সংস্থা ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে (প্রতি প্রকল্পে ১০০০ কোটি বা মূলধনী ব্যয়ের ১৫ শতাংশ পর্যন্ত অনুদান)
জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড
অবস্থান: অঙ্গুল, ওডিশা
প্রকল্পের বিনিয়োগ: ৩৭৯৩ কোটি টাকা
অনুদান: ৫৬৯.০৫ কোটি টাকা
উদ্দেশ্য: ২ এমএমটিপিএ কয়লা গ্যাসিফিকেশন প্রকল্প, যা ডাইরেক্ট রিডিউসড আয়রন উৎপাদন করবে এবং ৩০ টিপিডি কার্বন ক্যাপচার প্ল্যান্ট স্থাপন করবে।
নিউ ইরা ক্লিনটেক সলিউশন প্রাইভেট লিমিটেড
অবস্থান: ভদ্রাবতী, চন্দ্রপুর, মহারাষ্ট্র
প্রকল্পের বিনিয়োগ: ৬৯৭৬ কোটি টাকা
অনুদান: ১০০০ কোটি টাকা
উদ্দেশ্য: ০.৩৩ এমএমটিপিএ অ্যামোনিয়াম নাইট্রেট ও ০.১ এমএমটিপিএ হাইড্রোজেন উৎপাদন।
কার্বন ক্যাপচার ও মিথানল উৎপাদন: ১.০ এমএমটিপিএ কার্বন ডাই অক্সাইড থেকে ৩০০০ টিপিডি মিথানল তৈরি হবে।
গ্রেটা এনার্জি লিমিটেড
অবস্থান: এমআইডিসি ভদ্রাবতী, চন্দ্রপুর, মহারাষ্ট্র
প্রকল্পের বিনিয়োগ: ২৭৬৩ কোটি টাকা
অনুদান: ৪১৪.০১ কোটি টাকা
উদ্দেশ্য: ০.৫ এমটিপিএ ডাইরেক্ট রিডিউসড আয়রন উৎপাদন।
ভারতের কয়লা গ্যাসিফিকেশন লক্ষ্য
এই কয়লা গ্যাসিফিকেশন প্রণোদনা প্রকল্প ২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাসিফিকেশন লক্ষ্যমাত্রা পূরণের অন্যতম প্রধান অংশ। এটি কয়লা গ্যাসিফিকেশনে প্রযুক্তিগত উন্নতি আনবে, কার্বন নিঃসরণ কমাবে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং টেকসই জ্বালানি ব্যবস্থার ভিত গড়ে তুলবে।




Be First to Comment