সাতটি খনির জন্য ১০টি দরপত্র গৃহীত হয়েছে। প্রতীকী ছবি
বাণিজ্যিক খনি নিলামের অষ্টম রাউন্ডে ১০টি সংস্থা দরপত্র জমা দিয়েছে। উল্লেখযোগ্য সংস্থাগুলির মধ্যে রয়েছে ন্যালকো, গুজরাত খনিজ উন্নয়ন কর্পোরেশন এবং এনএলসি ইন্ডিয়া ইত্যাদি।
কয়লামন্ত্রক সম্প্রতি এক বিবৃতিতে বলেছে,”অষ্টম রাউন্ডের সাতটি খনির জন্য ১০টি দরপত্র গৃহীত হয়েছে। সপ্তম রাউন্ডের দ্বিতীয় প্রচেষ্টার অধীনে, চারটি কয়লা খনি নিলামের জন্য রাখা হয়েছিল। এগুলির মধ্যে তিনটির জন্য তিনটির দরপত্র গৃহীত হয়েছে।”
উল্লেখ্য, সাতটি কয়লা খনির জন্য মোট ১০টি অফলাইন দরপত্র গৃহীত হয়েছে, যেখানে দু’টি কয়লা খনির জন্য দুই বা তার বেশি দরপত্র পাওয়া গেছে। নিলাম প্রক্রিয়ার আওতায় প্রাপ্ত অনলাইন বিডগুলো ৫ ফেব্রুয়ারি খোলা হয়। অষ্টম রাউন্ডের অধীনে মোট ৩৫টি কয়লা খনি নিলামের জন্য রাখা হয়েছিল এবং চারটি কয়লা খনির বিপরীতে সাতটি দরপত্র গৃহীত হয়েছে।
কয়লামন্ত্রক জানিয়েছে, নিলাম প্রক্রিয়ায় মোট ১০টি কোম্পানি দরপত্র জমা দিয়েছে। এই সংস্থাগুলির মধ্যে উল্লেখযোগ্য ন্যালকো (NALCO), গুজরাত মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (Gujarat Mineral Development Corporation) এবং এনএলসি ইন্ডিয়া (NLC India Limited)।
এ ছাড়াও যেসব কোম্পানির কাছ থেকে দরপত্র পাওয়া গিয়েছে, সেগুলি হল ট্যানজেডকো (TANGEDCO), ওসিএল আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড (OCL Iron and Steel Limited), জেএমএস মাইনিং প্রাইভেট লিমিটেড (JMS Mining Private Limited), শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেড (Shyam Sel and Power Limited), এসএমএন ট্রেডকম প্রাইভেট লিমিটেড (SMN Tradecomm Private Limited), মা দুর্গা কোল অ্যান্ড মিনারেলস প্রাইভেট লিমিটেড (Maa Durga Coal & Minerals Pvt Ltd) এবং নীলকণ্ঠ ইনফ্রা মাইনিং লিমিটেড (Nilkanth Infra Mining Limited)।
প্রসঙ্গত, ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাণিজ্যিক খনির জন্য ৪১টি কয়লা ব্লকের নিলাম শুরু করেছিলেন। এটি এমন একটি পদক্ষেপ যা ভারতের কয়লা ক্ষেত্রকে বেসরকারি সংস্থাগুলির জন্য উন্মুক্ত করে দিয়েছিল।
Be First to Comment