Press "Enter" to skip to content

কয়লা তোলার পর বন্ধ খনি এলাকায় ‘সবুজ’ প্রকল্প গড়ছে কোল ইন্ডিয়া, ডব্লিউসিএল

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় গড়ে উঠবে গ্রিন এনার্জি প্রকল্প।

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া পেঞ্চ এলাকায় চার থেকে পাঁচটি বন্ধ খনি চিহ্নিত করেছে কোল ইন্ডিয়া (Coal India) এবং এর সহযোগী ওয়েস্টার্ন কোলফিল্ডস (Western Coalfields)। কেন্দ্রীয় কয়লাসচিব অমৃতলাল মীনা সম্প্রতি জানিয়েছেন, সম্পদের যথোপযুক্ত ব্যবহারের জন্য এখানে সবুজ প্রকল্প গড়ে তোলা হবে।

ওয়েস্টার্ন কোল ফিল্ডস সদর দফতরে মীনা জানান, যে সব খনি থেকে সম্পূর্ণ ভাবে কয়লা তোলা হয়ে গিয়েছে (de-coaled mines) সেই জমিতে সমন্বিত সৌর এবং জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে কোল ইন্ডিয়া। এই পদক্ষেপের লক্ষ্য ডব্লিউসিএলের সম্পদের যথোপযুক্ত ব্যবহার। এই কাজের জন্য ছিন্দওয়াড়া পেঞ্চ এলাকায় চার-পাঁচটি খনিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

কয়লাসচিব জানান, কয়লা উত্তোলন সম্পূর্ণ হয়েছে, এমন পুরনো খনি পরদর্শন করা হয়েছে। ডব্লিউসিএল চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরক্টর এবং অন্যান্য আধিকারিকরা এ ধরনের খনিগুলি পরিদর্শন করেছেন। পরবর্তী পর্যায়ে চিহ্নিত খনিগুলির ব্যাপক সমীক্ষা চালানো হবে। বিশেষজ্ঞরা যাবতীয় বিষয় মূল্যায়ন করার পর সেখানে প্রকল্প স্থাপনের কাজ শুরু হয়ে যাবে।

মীনা আরও জানান যে ভারত সরকার ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (Viability gap funding)-এর মাধ্যমে কয়লা গ্যাসীকরণকে উন্নীত করার জন্য একটি প্রকল্প অনুমোদন করেছে। এর আগে, কয়লা গ্যাসীকরণের জন্য দু’-তিন বার বিজ্ঞপ্তিও দিয়েছে। এ ক্ষেত্রে আগ্রহী সংস্থাকে আর্থিক সহযোগিতা করবে কেন্দ্র। ১ হাজার কোটি টাকা বা মোট প্রকল্প ব্যয়ের ১৫ শতাংশের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ আর্থিক সহায়তা দেবে সরকার।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *