Press "Enter" to skip to content

তৃতীয় ত্রৈমাসিকে কোল ইন্ডিয়ার মুনাফা বাড়ল ১৭ শতাংশের বেশি

নয়াদিল্লি: ২০২৩-২৪ আর্থিক বছরে কোল ইন্ডিয়ার একত্রিত নিট মুনাফায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বিশ্লেষকদের অনুমানকে ছাপিয়ে গিয়েছে ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে আয়ের অঙ্ক।

সোমবার (১২ ফেব্রুয়ারি, ২০২৪) কোল ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়, ডিসেম্বর ত্রৈমাসিকে ১৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে একত্রিত নিট মুনাফা হয়েছে ৯,০৯৩.৬৯ কোটি টাকা। আগের বছর একই সময়ে সংস্থার নিট মুনাফা ছিল ৭,৭৫৫.৫৫ কোটি টাকা।

এই বৃদ্ধির কারণ হল বিক্রি বৃদ্ধি এবং খরচ কমানো। ২০২৩-২৪ আর্থিক বছরে ৭৫.৮ মিলিয়ন টন কয়লা বিক্রি করেছে কোল ইন্ডিয়া। যা আগের আর্থিক বছরের একই সময়ের তুলনায় ১২.৯ শতাংশ বেশি।

এই ত্রৈমাসিকে সংস্থার আয় ২৯,৫০৪.২৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৩৪,৮৮৯.৭৪ কোটি টাকা।
সিআইএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর প্রমোদ আগরওয়াল বলেছেন, “সংস্থা উচ্চ উৎপাদন, বিক্রয় এবং সরবরাহের মাধ্যমে আরেকটি শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল অর্জন করেছে।”

প্রসঙ্গত, ভারতের কয়লা আমদানি আগের অর্থবছরের একই মাসের তুলনায় ডিসেম্বরে ২৭.২ শতাংশ বেড়ে হয়েছে ২৩.৩৫ মিলিয়ন টন। আগের অর্থবছরের একই মাসে দেশের কয়লা আমদানি ছিল ১৮.৩৫ মিলিয়ন টন। ২০২৬ আর্থিক বছরের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য় কয়লা আমদানি শূন্য করার লক্ষ্য নির্ধারণ করেছে কয়লামন্ত্রক।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *