Press "Enter" to skip to content

কোল ইন্ডিয়ার উৎপাদন বাড়ানোর আহ্বান কয়লা মন্ত্রীর

অনলাইন কোলফিল্ড টাইমস: আমদানি নির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে কয়লা উৎপাদনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেন কয়লা মন্ত্রী জি কিসান রেড্ডি। ৫০তম বর্ষে পা রাখা রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)-এর উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দিলেন তিনি।

বর্তমানে কোল ইন্ডিয়া দেশের মোট কয়লা উৎপাদনের ৮০ শতাংশেরও বেশি সরবরাহ করে। মন্ত্রী রেড্ডি বলেন, দেশের কয়লা উৎপাদনের সম্পূর্ণ সম্ভাবনা এখনও অর্জিত হয়নি এবং কোল ইন্ডিয়া-কে ভবিষ্যতে আরও বেশি উৎপাদনের লক্ষ্যে কাজ করতে হবে।

কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালের ১ নভেম্বর। জাতীয়কৃত কোকিং এবং নন-কোকিং কয়লা খনিগুলির একটি শীর্ষ সংস্থা হিসেবে বিবেচিত হয় সংস্থা। শুরুতে ১৯৭৫-৭৬ সালে ৮৯ মিলিয়ন টন কয়লা উৎপাদন করে কোল ইন্ডিয়া। সেখানে অর্থবছরে ৭৭৩.৬ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে, যা ৮.৭ গুণ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

কয়লা মন্ত্রকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দেশে কয়লার অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ব্যয়বহুল আমদানি এড়ানো সম্ভব। সেই লক্ষ্যে কোল ইন্ডিয়া-কে নিরবচ্ছিন্নভাবে উৎপাদন বাড়াতে হবে।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *