চলতি আর্থিক বছরের এপ্রিল-জানুয়ারিতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কোল ইন্ডিয়া (Coal India)-র জ্বালানি সরবরাহ প্রায় ৫ শতাংশ বেড়েছে।
রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে ৫০৯ মিলিয়ন টন কয়লা সরবরাহ করেছে কোল ইন্ডিয়া। এক বছর আগের এই সময়ের মধ্যে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ৪৮৬ মিলিয়ন টন জ্বালানি সরবরাহ করেছিল সংস্থা। অর্থাৎ, চলতি বছরে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে জ্বালানি সরবরাহ বেড়েছে ৪.৭ শতাংশ।
একটি বিবৃতিতে কোল ইন্ডিয়া বলেছে, “অর্থবছরের শুরু থেকে প্রত্যাশিত চাহিদার চেয়ে এগিয়ে থাকা, কয়লাচালিত প্ল্যান্টে সংস্থার সরবরাহ জানুয়ারি পর্যন্ত ছিল ৫০৯ মিলিয়ন টন ছিল।” পাশাপাশি, জানুয়ারিতে সর্বকালের সর্বোচ্চ ৩৬.২ মিলিয়ন টন ছুঁয়েছে, যা চার বছর আগে একই মাসে রেকর্ড করা হয়েছিল ৩৪.৫ মিলিয়ন টন। সেটাই এত দিন ছিল সর্বোচ্চ। অর্থাৎ, আগের সর্বোচ্চ পরিমাণকে ছাড়িয়ে গিয়েছে চলতি বছরের জানুয়ারিতে সরবরাহ করা জ্বালানির পরিমাণ।
সংস্থার দেওয়া পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, সমস্ত গ্রাহক সেক্টরে প্রতিদিন গড়ে ৩১৫.২ রেক কয়লা লোড করেছে কোল ইন্ডিয়া। যা ২০২১ সালের মার্চ মাসে এক মাসের সর্বোচ্চ রেকের (৩০৮) চেয়ে ৭.২ রেক বেশি। বলে রাখা ভালো, প্রতিটি রেক প্রায় ৪,০০০ টন কয়লার সমান। উল্লিখিত মাসে গড়ে প্রতিদিন ২৮৮.৪ রেক পর্যন্ত বিদ্যুৎকেন্দ্র সরবরাহ করা হয়েছে। যা ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ২৭৮.৫ রেক।
প্রসঙ্গত, দেশে কয়লা উৎপাদনের ৮০ শতাংশ অবদান কোল ইন্ডিয়ার।
Be First to Comment