অনলাইন কোলফিল্ড টাইমস: ফ্রান্সের ইলেক্ট্রিসিতে দে ফ্রান্স (EDF)-এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান ইডিএফ ইন্ডিয়ার সঙ্গে একটি যৌথ উদ্যোগ গঠনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে কোল ইন্ডিয়া।
এই যৌথ উদ্যোগ ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোতে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি প্রকল্পসহ পিএসপি (Pumped Storage Project) প্রকল্প বাস্তবায়ন করবে। এক্সচেঞ্জ ফাইলিংয়ে এমনটাই জানিয়েছে কোল ইন্ডিয়া।
চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে কোল ইন্ডিয়া একীভূত নিট মুনাফায় ১৭.০৪ শতাংশ পতন দেখেছে, যা দাঁড়িয়েছে ৮,৫০৫.৫৭ কোটি টাকায়, যেখানে গত বছরের একই ত্রৈমাসিকে ছিল ১০,২৫৩.৪৮ কোটি টাকা। একই সময়ে পরিচালন আয়ে ১.০৩ শতাংশ হ্রাস পেয়ে ৩৫,৭৭৯.৭৮ কোটি টাকা হয়েছে, যা আগের বছর একই সময়ে ৩৬,১৫৩.৯৭ কোটি টাকা ছিল।

কোল ইন্ডিয়া কয়লা খনন ও বিক্রয়কারী একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, ভারতের সরকার সংস্থার ৬৩.১৩ শতাংশ অংশীদারিত্ব হাতে রেখেছিল।




Be First to Comment