অনলাইন কোলফিল্ড টাইমস: কয়লা উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (WCL)-এর খনি পরিদর্শন করলেন কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)-এর চেয়ারম্যান পিএম প্রসাদ। রবিবার তাঁর একদিনের এই সফরে তিনি মহারাষ্ট্রের নাগপুর অঞ্চলে অবস্থিত ডব্লিউসিএল-এর বেশ কয়েকটি খনি এবং প্রকল্প পরিদর্শন করেন।
নাগপুর জেলার উমরেদ অঞ্চলের মাকারধোকরা-৩ ওপেন কাস্ট মাইন থেকে শুরু হয় কোল ইন্ডিয়া চেয়ারম্যানের পরিদর্শন। সেখানে চলমান খননকাজ ও নির্মীয়মাণ পাওয়ার সাব-স্টেশন পরিদর্শন করেন তিনি। প্রোজেক্টের অগ্রগতির বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এর পাশাপাশি, ফার্স্ট মাইল কানেক্টিভিটি (FMC) প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় পরামর্শও দেন।
খনি এলাকায় কর্মরত শ্রমিকদের সঙ্গে কথোপকথনের সময় চেয়ারম্যান প্রসাদ খনি কার্যক্রমে নিরাপত্তা বিধি পুরোপুরি অনুসরণের মাধ্যমে কয়লা উৎপাদন বাড়ানোর উপর জোর দেন। শ্রমিকদের উৎসাহ দিতে তিনি বেশ কয়েকজন দক্ষ কর্মীকে সংবর্ধিত করেন।
উমরেদ অঞ্চলের পর তিনি নাগপুর অঞ্চলে অবস্থিত সাওনার-১ আন্ডারগ্রাউন্ড মাইন এবং ইকো পার্ক পরিদর্শন করেন। ইকো পার্কে তিনি একটি বৃক্ষরোপণ করেন। এরপর তিনি নাগপুর অঞ্চলে আয়োজিত শ্রমিক সম্মান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে তিনি শ্রমিকদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতার জন্য কৃতিত্বপূর্ণ কর্মীদের সংবর্ধিত করেন।
চেয়ারম্যান প্রসাদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডব্লিউসিএল-এর চেয়ারম্যান-কাম-ম্যানেজিং ডিরেক্টর জে পি দ্বিবেদী, টেকনিক্যাল ডিরেক্টর (অপারেশনস এবং পরিকল্পনা/প্রকল্প) এ কে সিং এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। উমরেদ অঞ্চলে সফরের সময় আঞ্চলিক জেনারেল ম্যানেজার মহম্মদ সাবির এবং নাগপুর অঞ্চলে আঞ্চলিক জেনারেল ম্যানেজার সুনীল কুমারও উপস্থিত ছিলেন।
Be First to Comment