Press "Enter" to skip to content

৫০-এ কোল ইন্ডিয়া লিমিটেড! কলকাতায় হয়ে গেল প্রতিষ্ঠা দিবস উদযাপন

অনলাইন কোলফিল্ড টাইমস: সোমবার কলকাতায় সংস্থার সদর দফতরে ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কয়লা ও খনিজ মন্ত্রী জি কিসান রেড্ডি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়লা মন্ত্রকের সচিব বিক্রম দেব দত্ত।

“গোল্ডেন জুবিলি” লোগো এবং “অঙ্গারা” নামের নতুন মাসকট উদ্বোধন করেন কয়লা মন্ত্রী। লোগোটি ভারতের জ্বালানি খাতে সিআইএল-এর গুরুত্বপূর্ণ অবদানকে প্রতিফলিত করে, যা উদ্ভাবন, অগ্রগতি এবং স্থায়িত্বের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি প্রকাশ করে। মাসকটটি রয়েল বেঙ্গল টাইগার দ্বারা অনুপ্রাণিত, যা কয়লাখনির কর্মীদের শক্তি, সাহস ও নিষ্ঠাকে উদযাপন করে।

কোল ইন্ডিয়ার কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের ৫০ বছর পূর্ণ করার জন্য অভিনন্দন জানান মন্ত্রী। পাশাপাশি কয়লা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানি হ্রাস করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি খনি বন্ধের ফলে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের পুনর্বাসন এবং শ্রমিকদের কল্যাণের ওপর জোর দেন। তিনি বলেন, “কোল ইন্ডিয়ার উৎপাদনে চুক্তিভিত্তিক শ্রমিকদের বড় ভূমিকা রয়েছে এবং এই খাতে পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ চালু করার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।”

মন্ত্রী আরো উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৫ সালে কয়লা খনি বিশেষ বিধান আইন (সিএমএসপি) চালু করা হয়, যার মাধ্যমে স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কয়লা উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে। ২০২০ সালে বাণিজ্যিক কয়লা খনি খোলার মাধ্যমে খনন খাতে স্বচ্ছতা, ব্যবসার সহজীকরণ এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়।

কয়লা সচিব বিক্রম দেব দত্ত জানান যে, কোল ইন্ডিয়া প্রতিযোগিতামূলক মূল্যে দেশীয় বাজারে কয়লা সরবরাহ করছে। তিনি জানান, গত বছরের তুলনায় চলতি বছর অক্টোবরের শেষে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার মজুদ ৩১.৬ মিলিয়ন টন পর্যন্ত পৌঁছেছে, যা সিআইএল-এর অবদানের কারণে ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কোল ইন্ডিয়ার আরও দক্ষ ও কার্যকরী উৎপাদনের দিকে মনোযোগ দেওয়া উচিত বলে জানান কয়লা সচিব। এতে পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা যায় বলে মত প্রকাশ করেন তিনি।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *