Press "Enter" to skip to content

কয়লায় প্রাপ্য হিসেবে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ১.৩৬ লক্ষ কোটি টাকা, মিটিয়ে দেওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর

অনলাইন কোলফিল্ড টাইমস: কেন্দ্রের কাছে প্রাপ্য ১.৩৬ লক্ষ কোটি টাকার দাবিতে ফের সরব হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচনী সফরের আগে শনিবার কেন্দ্রীয় সরকারের কাছে এই বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, “প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঝাড়খণ্ডে আসছেন। আমি আবারও হাত জোড় করে অনুরোধ জানাচ্ছি ঝাড়খণ্ডবাসীর জন্য এই বকেয়া মিটিয়ে দিন।”

সোরেন দাবি করেন, কেন্দ্রীয় সরকার ও তার অধীনস্থ কয়লা সংস্থাগুলোর কাছ থেকে এই পাওনা ঝাড়খণ্ডের ন্যায্য অধিকার। এই অর্থ রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। বকেয়া পরিশোধ না হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন সামাজিক প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

সোরেনের এই দাবির প্রেক্ষিতে বিজেপি পাল্টা অভিযোগ করেছে যে, সোরেনের সরকার কেন্দ্রীয় তহবিলের অপচয় করেছে। বিজেপি নেতা গৌরব বল্লভ বলেন, “গত পাঁচ বছরে মোদী সরকার ২.৫ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে, কিন্তু সেগুলো সঠিকভাবে ব্যবহৃত হয়নি।”

তিনি জানান, জলের জন্য ‘জল জীবন মিশন’ এবং শিক্ষার জন্য ‘সমগ্র শিক্ষা অভিযান’-এ বরাদ্দ অর্থের প্রায় অর্ধেকই এখনো খরচ হয়নি। এমনকি পর্যটন উন্নয়নের জন্য বরাদ্দ ১০০০ কোটি টাকা ব্যবহারের জন্য আবেদন পর্যন্ত করেনি রাজ্য সরকার।

বিজেপি নেতৃত্বের দাবি, ঝাড়খণ্ডের মানুষের জন্য এই পরিস্থিতি বদলানো জরুরি। রবিবার এবং সোমবার নভেম্বর ঝাড়খণ্ডে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় অর্থ ও প্রকল্প ব্যবহারের বিষয়টি নিয়ে সরব হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: কোল ইন্ডিয়ার উৎপাদন বাড়ানোর আহ্বান কয়লা মন্ত্রীর

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *