অনলাইন কোলফিল্ড টাইমস: নিজেদের পাওয়ার ও নন-রেগুলেটেড সেক্টরের গ্রাহকদের জন্য অনলাইনে ফুয়েল সাপ্লাই এগ্রিমেন্ট সই প্রক্রিয়া চালু করেছে কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)।
জানা গিয়েছে, কোল ইন্ডিয়া যে অনলাইনে ফুয়েল সাপ্লাই এগ্রিমেন্ট (FSA) সই করার প্রক্রিয়া চালু করেছে, এর মাধ্যমে পাওয়ার সেক্টরসহ অন্যান্য গ্রাহকরা সহজেই চুক্তি সম্পাদন করতে পারবেন। এই প্রক্রিয়ার ফলে আগের মতো আর শারীরিকভাবে নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। ব্যাঙ্ক গ্যারান্টি ও অন্যান্য প্রয়োজনীয় নথি ডিজিটাল মোডে জমা দেওয়া যাবে।
এক বিবৃতিতে কোন ইন্ডিয়া জানিয়েছে, এই প্রথমবারের মতো পাওয়ার এবং নন-রেগুলেটেড সেক্টরের গ্রাহকদের জন্য অনলাইনে এফএসএ সইয়ের সুযোগ আনা হয়েছে। লিঙ্কেজ ভিত্তিক নিলামে অংশ নেওয়া গ্রাহকদের জন্য এই পদক্ষেপটি ব্যবসা করার প্রক্রিয়াকে আরও সহজ করবে।
সংস্থা আরও বলেছে যে, অনলাইনে এফএসএ সই করার ফলে গ্রাহকদের আর শারীরিকভাবে প্রচুর নথি জমা দেওয়ার ঝামেলা পোহাতে হবে না। এতে গ্রাহকরা নিজ নিজ কর্মস্থলে থেকেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, যা সময় ও পরিশ্রম বাঁচাবে।
কোল ইন্ডিয়ার এক শীর্ষ কর্মকর্তা বলেন, “এই পদক্ষেপ গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক প্রক্রিয়া তৈরি করবে।”
Be First to Comment