অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: রাজ্যের মালিকানাধীন কয়লা উৎপাদক সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)-এর দুই শাখা, ভারত কোকিং কয়লা লিমিটেড (BCCL) এবং সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (SECL), চলতি অর্থবছরের এপ্রিল-ডিসেম্বর সময়কালে কয়লা উৎপাদনে পতনের মুখোমুখি হয়েছে।
কোল ইন্ডিয়া-এর রেগুলেটরি ফাইলিং অনুযায়ী, বিসিসিএল-এর কয়লা উৎপাদন ২.৬ শতাংশ হ্রাস পেয়েছে, আর এসইসিএল-এর ক্ষেত্রে এই পতনের হার ৯.৪ শতাংশ।
তবে, কোল ইন্ডিয়ার অন্য শাখাগুলি—নর্দান কোলফিল্ডস লিমিটেড (NCL), ইস্টার্ন কয়লফিল্ড লিমিটেড (ECL), সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (CCL) এবং ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (WCL)—এপ্রিল-ডিসেম্বর সময়কালে উৎপাদনে প্রবৃদ্ধি দেখিয়েছে।

চলতি অর্থবছরের এপ্রিল-ডিসেম্বর সময়কালে কোল ইন্ডিয়ার মোট উৎপাদন হয়েছে ৫৪৩.৪ মিলিয়ন টন (MT), যা আগের বছরের একই সময়কালের ৫৩১.৯ মিলিয়ন টনের তুলনায় বেশি।
ডিসেম্বর মাসে, কোল ইন্ডিয়া ৭২.৪ মিলিয়ন টন কয়লা উৎপাদন করেছে, যা গত অর্থবছরের একই সময়ে উৎপাদিত ৭১.৯ মিলিয়ন টনের তুলনায় সামান্য বেশি।
দেশীয় কয়লা উৎপাদনের ৮০ শতাংশের বেশি অংশীদারিত্ব রাখা কোল ইন্ডিয়া আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৮৩৮ মিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্য স্থির করেছে।
২০২৩-২৪ অর্থবছরে সংস্থাটি ৭৭৩.৬ মিলিয়ন টন কয়লা উৎপাদন করলেও, নির্ধারিত ৭৮০ মিলিয়ন টনের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে।




Be First to Comment