অনলাইন কোলফিল্ড টাইমস: কোল ইন্ডিয়া-র ই-নিলাম সংক্রান্ত নতুন স্কিম নিয়ে অভিযোগ খারিজ করেছে ফেয়ার ট্রেড রেগুলেটর কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) । সিসিআই জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়া এই স্কিমে কোনও নিয়ম লঙ্ঘন হয়নি।
সিসিআই-র ৩০ ডিসেম্বরের নির্দেশ অনুযায়ী, “বর্তমান ঘটনার সমস্ত তথ্য ও পরিস্থিতি বিবেচনা করে কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আইনের কোনো ধারা লঙ্ঘনের প্রমাণ নেই এবং বিষয়টি তদন্তের প্রয়োজন নেই।”
একজন কলকাতা-ভিত্তিক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ই-নিলাম স্কিমটি ২০০৭ সালের স্পট ই-নিলাম স্কিমের পরিবর্তে চালু হয় এবং এতে ক্রেতাদের জন্য অন্যায্য শর্ত আরোপ করা হয়েছে।

তদন্তে সিসিআই জানতে পেরেছে, কোল ইন্ডিয়া দেশের নন-কোকিং কয়লা উৎপাদন ও বিক্রিতে গুরুত্বপূর্ণ বাজার ক্ষমতা রাখে। তবে ২০২২ সালের স্কিমে এমন কোনও শর্ত ছিল না যা প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করে।
সিসিআই আরও উল্লেখ করেছে যে কোল ইন্ডিয়া ভারতের মোট কয়লার ৭০ শতাংশ এবং ই-নিলাম বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। তবে ই-নিলাম প্রক্রিয়ার নিরাপত্তা আমানতের শর্তগুলো অবৈধ নয়, বরং এগুলি অনাবশ্যক বিড রুখতে এবং লেনদেন সঠিকভাবে সম্পন্ন করতে সহায়ক।
কোল ইন্ডিয়া দাবি করেছে যে তারা কয়লা মন্ত্রকের নির্দেশ অনুসরণ করে কাজ করছে এবং সরকার নির্ধারিত নীতির মধ্যে থেকেই তাদের কাজকর্ম পরিচালিত হয়।
এই রায়ে স্পষ্ট যে কোল ইন্ডিয়া-র ই-নিলাম স্কিম প্রাসঙ্গিক এবং ক্রেতা-বিক্রেতার স্বার্থের ভারসাম্য বজায় রেখেছে।




Be First to Comment