অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: বার্নপুরের ভূঁইয়াপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় রেখে সেল আইএসপির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ( সিএসআর) প্রকল্পের আওতায় তৈরি করা হল একটি কমিউনিটি সেন্টার।
নবনির্মিত কমিউনিটি সেন্টারের উদ্বোধন হয়। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে বার্নপুর সেল আইএসপির শীর্ষ আধিকারিকদের মধ্যে সিজিএম (ইনচার্জ, এইচআর) উমেন্দ্র পাল সিং, সিজিএম (টিএস ও সিএসআর) বিজেন্দ্র বীর এবং সিজিএম (মেকানিক্যাল) বিনীত রাওয়াল উপস্থিত ছিলেন।
তারা প্রকল্পের সাফল্য এবং সমাজের প্রতি কোম্পানির দায়িত্বশীল ভূমিকার প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। এই অনুষ্ঠানটি কেবল একটি কাঠামোর উদ্বোধনই নয় বরং সামাজিক অন্তর্ভুক্তি, উন্নয়ন এবং সম্মিলিত অগ্রগতির দিকে একটি দৃঢ় পদক্ষেপ হিসেবেও প্রমাণিত হয়েছে।

এই কমিউনিটি সেন্টার ভূঁইয়াপাড়ার বাসিন্দাদের জন্য সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে । এখানে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি, দক্ষতা উন্নয়ন কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কমিউনিটি সভা আয়োজন করা যেতে পারে। সুতরাং, এই কেন্দ্রটি কেবল সম্প্রদায়ের অংশগ্রহণকে উৎসাহিত করবে না, বরং স্থানীয় যুব ও মহিলাদের স্বনির্ভরতার দিকে পরিচালিত করতেও সহায়ক প্রমাণিত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, সিজিএম (ইনচার্জ) মানব সম্পদ উমেন্দ্র পাল সিং বলেন, এই কমিউনিটি সেন্টার ভূঁইয়াপাড়ার বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে প্রমাণিত হবে। পাশাপাশি তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক মেল বন্ধনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।
এই অনুষ্ঠানে, সিজিএম ( টিএস ও সিএসআর) বিজেন্দ্র বীর বলেন, সেল আইএসপি সর্বদা সম্প্রদায়ের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই কমিউনিটি সেন্টার এই দিকে একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা মাত্র ।
একই সাথে, সিজিএম (মেকানিক্যাল) বিনীত রাওয়াল বলেন, এই কমিউনিটি সেন্টার নির্মাণ একটি প্রশংসনীয় কাজ। এটি অবশ্যই এখানকার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।



Be First to Comment