Press "Enter" to skip to content

বার্নপুর ইস্কো কারখানার ইউএসএমে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রেকর্ড উৎপাদন

বার্নপুর : বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপির ইউএসএমে গত দুমাসে রেকর্ড উৎপাদন হয়েছে।

ফেব্রুয়ারি মাসে ইস্কো স্টিল প্ল্যান্টের ইউএসএমে (ইউনিভার্সাল সেকশন মিল) আবারও মাসিক এবিপির লক্ষ্যমাত্রায় উৎপাদন ৫১০০৯ টনে পৌঁছেছে। যা ৪৮০০০ টনের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।

এই ফেব্রুয়ারি মাসে ইউ.এস.এমের বেশ কয়েকটি বিভাগ রয়েছে যেমন এনপিবি ৪০০, এনপিবি ৫০০, এনপিবি ৬০০, ডব্লিউপিবি ২০০ ও আইএস.এমসির ৪০০টি বিভাগে সর্বোচ্চ দৈনিক উৎপাদন অর্জন করেছে। এর আগে, জানুয়ারি মাসেও ইউএসএম ৫১০৩৮ টন উৎপাদন করেছিল। যা এখনও পর্যন্ত যেকোন মাসের সর্বোচ্চ উৎপাদন বলে কারখানার তরফে বলা হয়েছে।

জানুয়ারিতে এনপিবি ৩৫০, ডব্লুপিবি ২৪০ এবং আইএসএমসি ৩০০ র মতো সেকশনের দৈনিক রেকর্ড উৎপাদনও হয়েছিল।
ইউএসএমে এর আগে সবচেয়ে চওড়া এনপিবি-৭৫০ সেকশন এবং সবচেয়ে ভারী ডব্লুপিবি-৩০০ সেকশন সফলভাবে চালু করেছে।

এই অত্যাধুনিক ইউনিভার্সাল সেকশন মিলটি ২০১৫ সালের ১৬ জুন চালু হয়েছিল। যার উৎপাদন ক্ষমতা বার্ষিক ০.৮৫ মিলিয়ন টন।

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *