বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করল কেন্দ্রীয় সরকার। আর সমস্ত দিকের মতোই কয়লা শিল্প নিয়েও পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের জন্য চলতি বছরের জানুয়ারিতে ৮,৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছিল কেন্দ্র। এ দিন বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ২০২৩ সালের মধ্যে ১০০ মেট্রিক টন কয়লা গাসীকরণ এবং তরলীকরণ প্রকল্প গড়ে তোলা হবে।
কোল ইন্ডিয়া (Coal India) এবং গেল (GAIL)-এর যৌথ উদ্যোগে ১৩,০৫২.৮১ কোটি টাকা বিনিয়োগে একটি কোল-টু-সিএনজি ( সিন্থেটিক প্রাকৃতিক গ্যাস) প্রকল্পের অনুমোদন করেছে কেন্দ্র।
এ ধরনের সিদ্ধান্তগুলি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। কারণ, এই প্রকল্প রাসায়নিকের আমদানি কমাতে সাহায্য করবে। কয়লা থেকে গ্যাস উৎপাদনের মাধ্যমেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা যেতে পারে।
কোল গ্যাসিফিকেশন প্রাকৃতিক গ্যাস, মিথানল এবং অ্যামোনিয়ার আমদানি কমাতেও সাহায্য করবে। পরিবহণের জন্য সংকুচিত প্রাকৃতিক গ্যাস (CNG) এবং গার্হস্থ্য উদ্দেশ্যে পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস (PNG)-এর মধ্যে পর্যায়ক্রমে সংকুচিত বায়োগ্যাস (CBG) এর মিশ্রণ বাধ্যতামূলক করা হবে।
Be First to Comment