Press "Enter" to skip to content

একাধিক দাবিতে আসানসোলে বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির পদযাত্রা

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির আসানসোল শাখার তরফে মঙ্গলবার আসানসোলে জিটি রোডের পুরনো অফিস থেকে গোধুলি বিএসএনএল অফিস পর্যন্ত পদযাত্রা করা হয়। এই পদযাত্রায় বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির বহু কর্মী উপস্থিত ছিলেন।

বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির সদস্য সুব্রত মিশ্র বলেন, “কেন্দ্রীয় সরকার যেভাবে জাতীয় সংস্থা বিএসএনএলকে বেসরকারি হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে এই পদযাত্রা করা হচ্ছে। এ ছাড়াও আমাদের দাবির মধ্যে রয়েছে, বিএসএনএলকে বাঁচাতে ৪জি / ৫জি পরিষেবা চালু করতে হবে। কারণ আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে এবং গ্রাহকদের মন পেতে হলে ৪জি,৫জি পরিষেবা দিতে হবে বিএসএনএল-কে |”

তিনি আরও জানান, বিএসএনএলের স্থায়ী ও অস্থায়ী কর্মীদের এবং পেনশনভোগীদের যে বকেয়া রয়েছে তা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। কো-অর্ডিনেশন কমিটির তরফে বলা হয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আগামীদিনে তাদের আন্দোলন আরও ভয়ঙ্কর হবে |

More from শিল্প-বাণিজ্যMore posts in শিল্প-বাণিজ্য »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *